ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
প্রশ্ন: স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এখন আমি যৌতুক নিরোধ আইনে মামলা করেছি। আমার উকিল আমাকে ভুল বুঝিয়ে স্বামীকে অস্থায়ী জামিন করিয়ে দিয়েছেন। এখন আমাকে ধমক দেওয়া হচ্ছে। মামলা খারিজ করে ফেলবে কি না, সে বিষয়ে এখন আমার ভয় হচ্ছে। উকিল এখন আমার হয়ে আদালতে মুভ করেন না। আমার করণীয় কী? নূরে জান্নাত, নারায়ণগঞ্জ
উত্তর: আপনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং এখন আইনি সহায়তাও বিশ্বাসঘাতকতা অনুভব করছেন, সেটি খুবই দুঃখজনক। তবে ভয়ের কিছু নেই। আপনার জন্য এখনো অনেক পথ খোলা আছে।
১. উকিল যদি আপনার বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে তাঁকে বদল করুন।
» আপনি আইনজীবী পরিবর্তন করতে পারবেন যেকোনো সময়।
» নতুন আইনজীবীকে দিয়ে আপনি আদালতে একটি ‘ওকালতনামা প্রত্যাহার’ এবং নতুন আইনজীবী নিযুক্তির আবেদন করতে পারবেন।
» আপনার আইনজীবী আপনাকে ভুল বুঝিয়ে কাজ করিয়েছেন, চাইলে আপনি বাংলাদেশ বার কাউন্সিল বা জেলা আইনজীবী সমিতিতে এ বিষয়ে অভিযোগ করতে পারেন।
২. অস্থায়ী জামিন হলেও মামলা শেষ হয়নি, আপনার মামলা এখনো চলছে।
» আপনার স্বামী হয়তো জামিন পেয়েছেন। কিন্তু এতে মামলা খারিজ হয়ে যায়নি।
» এখন আপনি চাইলে আদালতে আবেদন করে তাঁর জামিন বাতিল চেয়ে বলতে পারেন যে তিনি আপনাকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটি জামিনের শর্ত ভঙ্গের মধ্যে পড়ে।
আপনার আইনজীবীর মাধ্যমে বা নিজে (জেলা জজ আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালতে) আবেদন করে বলতে পারেন,
‘জামিনে থাকার সুযোগ নিয়ে তিনি আমাকে পুনরায় হুমকি দিচ্ছেন এবং মামলার সাক্ষ্য প্রভাবিত করার চেষ্টা করছেন।’
৩. থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।
আপনার স্বামী যদি আপনাকে হুমকি দিয়ে থাকেন, তবে এখনই নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে আপনি ভবিষ্যতে প্রমাণ করতে পারবেন যে তিনি জামিন পাওয়ার পরে আপনাকে ভয় দেখিয়েছেন।
৪. নারীরা নির্যাতনের শিকার হলে যা করতে পারেন—
» নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে মামলা করতে পারেন, যদি নির্যাতন শারীরিক বা যৌন হয়।
» যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর আওতায় আগেই মামলা করেছেন, সেটির তদন্ত ও বিচার চালিয়ে যেতে হবে।
» জেলা লিগ্যাল এইড অফিস থেকে আপনি বিনা মূল্যে সরকারি আইনজীবীর সহায়তা পেতে পারেন।
৫. নিরাপত্তার জন্য আশ্রয় চাইলে—
» আপনি চাইলে নারায়ণগঞ্জে অবস্থিত সেফ হাউস বা মহিলাবিষয়ক অধিদপ্তরের সুরক্ষা কেন্দ্রের সাহায্য নিতে পারেন।
» এ ছাড়া ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্রের মতো বেসরকারি সংগঠনের সাহায্য চাইলে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এখন আমি যৌতুক নিরোধ আইনে মামলা করেছি। আমার উকিল আমাকে ভুল বুঝিয়ে স্বামীকে অস্থায়ী জামিন করিয়ে দিয়েছেন। এখন আমাকে ধমক দেওয়া হচ্ছে। মামলা খারিজ করে ফেলবে কি না, সে বিষয়ে এখন আমার ভয় হচ্ছে। উকিল এখন আমার হয়ে আদালতে মুভ করেন না। আমার করণীয় কী? নূরে জান্নাত, নারায়ণগঞ্জ
উত্তর: আপনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং এখন আইনি সহায়তাও বিশ্বাসঘাতকতা অনুভব করছেন, সেটি খুবই দুঃখজনক। তবে ভয়ের কিছু নেই। আপনার জন্য এখনো অনেক পথ খোলা আছে।
১. উকিল যদি আপনার বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে তাঁকে বদল করুন।
» আপনি আইনজীবী পরিবর্তন করতে পারবেন যেকোনো সময়।
» নতুন আইনজীবীকে দিয়ে আপনি আদালতে একটি ‘ওকালতনামা প্রত্যাহার’ এবং নতুন আইনজীবী নিযুক্তির আবেদন করতে পারবেন।
» আপনার আইনজীবী আপনাকে ভুল বুঝিয়ে কাজ করিয়েছেন, চাইলে আপনি বাংলাদেশ বার কাউন্সিল বা জেলা আইনজীবী সমিতিতে এ বিষয়ে অভিযোগ করতে পারেন।
২. অস্থায়ী জামিন হলেও মামলা শেষ হয়নি, আপনার মামলা এখনো চলছে।
» আপনার স্বামী হয়তো জামিন পেয়েছেন। কিন্তু এতে মামলা খারিজ হয়ে যায়নি।
» এখন আপনি চাইলে আদালতে আবেদন করে তাঁর জামিন বাতিল চেয়ে বলতে পারেন যে তিনি আপনাকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটি জামিনের শর্ত ভঙ্গের মধ্যে পড়ে।
আপনার আইনজীবীর মাধ্যমে বা নিজে (জেলা জজ আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালতে) আবেদন করে বলতে পারেন,
‘জামিনে থাকার সুযোগ নিয়ে তিনি আমাকে পুনরায় হুমকি দিচ্ছেন এবং মামলার সাক্ষ্য প্রভাবিত করার চেষ্টা করছেন।’
৩. থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।
আপনার স্বামী যদি আপনাকে হুমকি দিয়ে থাকেন, তবে এখনই নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে আপনি ভবিষ্যতে প্রমাণ করতে পারবেন যে তিনি জামিন পাওয়ার পরে আপনাকে ভয় দেখিয়েছেন।
৪. নারীরা নির্যাতনের শিকার হলে যা করতে পারেন—
» নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে মামলা করতে পারেন, যদি নির্যাতন শারীরিক বা যৌন হয়।
» যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর আওতায় আগেই মামলা করেছেন, সেটির তদন্ত ও বিচার চালিয়ে যেতে হবে।
» জেলা লিগ্যাল এইড অফিস থেকে আপনি বিনা মূল্যে সরকারি আইনজীবীর সহায়তা পেতে পারেন।
৫. নিরাপত্তার জন্য আশ্রয় চাইলে—
» আপনি চাইলে নারায়ণগঞ্জে অবস্থিত সেফ হাউস বা মহিলাবিষয়ক অধিদপ্তরের সুরক্ষা কেন্দ্রের সাহায্য নিতে পারেন।
» এ ছাড়া ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্রের মতো বেসরকারি সংগঠনের সাহায্য চাইলে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৫ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৫ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৫ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৫ দিন আগে