উত্তরণ
ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
আমার বিয়ের বয়স ছয় মাস। রেজিস্ট্রি করে রাখা ছিল। সামনের মাসে অনুষ্ঠান করে বিদায়ের কথা। কিন্তু এই মাসে আমাকে ছেলে তালাকের নোটিশ পাঠিয়েছে।
সে যে কারণ দেখিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। এর কোনো প্রমাণ তার কাছে নেই। সে বলছে, তার মা আমাকে মানবে না। অথচ বিয়ের সময় তার মাসহ পরিবারের সবাই ছিলেন। আমি এখন কী করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা
আপনার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং আইনগত সহায়তা প্রয়োজন। যেসব করণীয় বিষয় এখানে উল্লেখ করা হলো, সেগুলো আপনার অধিকার রক্ষা করতে সহায়তা করতে পারে।
প্রথমে নিশ্চিত করুন, তালাক নোটিশটি আইনত সঠিক এবং নিয়ম অনুযায়ী পাঠানো হয়েছে কি না। দেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, তালাক কার্যকর হওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মানা আবশ্যক।
তালাক কার্যকর হওয়ার আগে সালিসি বোর্ড গঠন করা বাধ্যতামূলক। স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি করপোরেশনের মাধ্যমে সালিসি বোর্ড গঠনের অনুরোধ করুন। বোর্ডের মাধ্যমে আপনার বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাবেন।
যদি আপনার স্বামী মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে থাকেন, তাহলে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। আপনি একটি আইনি জবাব দিতে পারেন, যেখানে আপনি তাঁর অভিযোগগুলো অস্বীকার করবেন এবং সত্য ঘটনা তুলে ধরবেন।
বিয়ের সময় নির্ধারিত মোহরানা পাওয়ার অধিকার আপনার আছে। যদি তালাক কার্যকর হয়, তবে মোহরানার পুরো টাকার দাবি করতে পারবেন। এ ছাড়া আপনি নফকা (ভরণপোষণ) বা অন্যান্য অধিকার দাবি করতে পারেন।
যদি সম্ভব হয়, পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করুন। আপনার পরিবার এবং তাঁর পরিবারের মধ্যে আলোচনা বা মধ্যস্থতা করতে পারেন।
আপনার স্বামীর পাঠানো তালাকের নোটিশ এবং আপনার অধিকার সম্পর্কে বিস্তারিত বোঝার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন। আপনার আইনজীবী আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে সহায়তা করবেন।
এই কঠিন সময়ে মানসিক সমর্থন পাওয়াও গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন, ১৯৬১ অনুযায়ী, একজন
স্ত্রী তালাক নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এবং তাঁর অধিকারগুলো দাবি করতে পারেন। কাজেই আপনার পরবর্তী পদক্ষেপগুলো হবে—
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আমার বিয়ের বয়স ছয় মাস। রেজিস্ট্রি করে রাখা ছিল। সামনের মাসে অনুষ্ঠান করে বিদায়ের কথা। কিন্তু এই মাসে আমাকে ছেলে তালাকের নোটিশ পাঠিয়েছে।
সে যে কারণ দেখিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। এর কোনো প্রমাণ তার কাছে নেই। সে বলছে, তার মা আমাকে মানবে না। অথচ বিয়ের সময় তার মাসহ পরিবারের সবাই ছিলেন। আমি এখন কী করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা
আপনার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং আইনগত সহায়তা প্রয়োজন। যেসব করণীয় বিষয় এখানে উল্লেখ করা হলো, সেগুলো আপনার অধিকার রক্ষা করতে সহায়তা করতে পারে।
প্রথমে নিশ্চিত করুন, তালাক নোটিশটি আইনত সঠিক এবং নিয়ম অনুযায়ী পাঠানো হয়েছে কি না। দেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, তালাক কার্যকর হওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মানা আবশ্যক।
তালাক কার্যকর হওয়ার আগে সালিসি বোর্ড গঠন করা বাধ্যতামূলক। স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি করপোরেশনের মাধ্যমে সালিসি বোর্ড গঠনের অনুরোধ করুন। বোর্ডের মাধ্যমে আপনার বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাবেন।
যদি আপনার স্বামী মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে থাকেন, তাহলে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। আপনি একটি আইনি জবাব দিতে পারেন, যেখানে আপনি তাঁর অভিযোগগুলো অস্বীকার করবেন এবং সত্য ঘটনা তুলে ধরবেন।
বিয়ের সময় নির্ধারিত মোহরানা পাওয়ার অধিকার আপনার আছে। যদি তালাক কার্যকর হয়, তবে মোহরানার পুরো টাকার দাবি করতে পারবেন। এ ছাড়া আপনি নফকা (ভরণপোষণ) বা অন্যান্য অধিকার দাবি করতে পারেন।
যদি সম্ভব হয়, পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করুন। আপনার পরিবার এবং তাঁর পরিবারের মধ্যে আলোচনা বা মধ্যস্থতা করতে পারেন।
আপনার স্বামীর পাঠানো তালাকের নোটিশ এবং আপনার অধিকার সম্পর্কে বিস্তারিত বোঝার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন। আপনার আইনজীবী আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে সহায়তা করবেন।
এই কঠিন সময়ে মানসিক সমর্থন পাওয়াও গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন, ১৯৬১ অনুযায়ী, একজন
স্ত্রী তালাক নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এবং তাঁর অধিকারগুলো দাবি করতে পারেন। কাজেই আপনার পরবর্তী পদক্ষেপগুলো হবে—
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
২০২৪ সালের ডিসেম্বর থেকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্ট্রুন মজল ফ্রস্টাডোত্তির। ৩৬ বছর বয়সে তিনি আইসল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এদিকে নিজের দেশ থেকে নির্বাসিত হয়ে দেশে ফিরে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন নামিবিয়ার সাবেক
২ দিন আগেআমি এইচএসসি পরীক্ষার্থী। আমার বাবা-মা প্রায় চার বছর ধরে আলাদা থাকছেন। বাবা একাধিক নারীতে আসক্ত ছিলেন। সে কারণে মাকে মারধর করতেন। শেষমেশ মা বাড়ি ছেড়ে চলে আসেন। এর পর থেকে বাবা আমার খরচ দেওয়া বন্ধ করে দেন। তবে কখনো কখনো পারিবারিক চাপের কারণে কিছু দেন, আবার বন্ধ করে দেন।
২ দিন আগেতার কোনো সাম্রাজ্য নেই, রাজপ্রাসাদ নেই। কখনো স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন বানানো, কখনো বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা উপলব্ধি, কখনো ইভ টিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধসহ বিভিন্ন বিষয়ে সতর্কতা গড়ে তোলাতেই তার আগ্রহ বেশি। মেয়েটির নাম মীনা। আমরা জানি না মীনার বয়স কত, তার বাড়ি কোথায়। কোথায় সেই
২ দিন আগেদক্ষিণ আফ্রিকার সমাজকর্মী, রাজনীতিবিদ ও বর্ণবাদবিরোধী সংগ্রামের নেত্রী উইনি ম্যান্ডেলা। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যবিরোধী সংগ্রামের এক কিংবদন্তি চরিত্র। তিনি নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী। যখন ম্যান্ডেলা প্রায় ২৭ বছর কারাবন্দী ছিলেন, তখন উইনি বাইরে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
২ দিন আগে