Ajker Patrika

জাবির ঘটনায় উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ

ডেস্ক রিপোর্ট, ঢাকা
জাবির ঘটনায় উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের ঘটনায় নারী ও কন্যার নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নারী ও কন্যার মর্যাদা এবং নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও শিক্ষার্থীদের সহিংসতামুক্ত স্বাধীন ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি জোর দাবি জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তিসহ নির্যাতনের শিকার নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারা দেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

ট্রাকের নিচে ঢুকে গেল অটোরিকশা, কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ