Ajker Patrika

নারী অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ মাস

ফিচার ডেস্ক
এস্টার হোবার্থ মোরিস। ছবি: সংগৃহীত
এস্টার হোবার্থ মোরিস। ছবি: সংগৃহীত

ভাষার জন্যই শুধু নয়; ফেব্রুয়ারি মাস নারীদের আইনগত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। নারীদের পেশায় প্রবেশের লড়াই ছিল বেশ দীর্ঘ। ফেব্রুয়ারি সেই লড়াইয়ের বিজয়েরও মাস। ঘটনাটি যুক্তরাষ্ট্রে শুরু হলেও তার ইতিবাচক সাড়া পড়েছিল পুরো বিশ্বে।

১৮৬৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং রাজ্যে একটি আইন পাস করে নারীদের ভোটাধিকার দেওয়া হয়েছিল। এ কারণে দেশটিতে প্রথম রাজ্য বা অঞ্চল হিসেবে ওয়াইওমিংয়ে নারীরা পূর্ণ ভোটাধিকার পান। এই আইন পাস করানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এস্টার হোবার্থ মোরিস। এই আইনের কারণে ১৮৭০ সালে রাজ্যটির প্রথম নারী জাস্টিস অব দ্য পিস বা পিস জাস্টিস হিসেবে নিযুক্ত হন তিনি।

ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং নারীদের অধিকার নিয়ে সক্রিয় ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এস্টার হোবার্থ মোরিসকে পিস জাস্টিস নিয়োগ দেওয়া হয়। ১৮৭০ সালের

১৭ ফেব্রুয়ারি নিয়োগটি সম্পন্ন করা হয়। এরপর ১৮৭১ সালের ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে ইউটা একটি বিল পাস করে নারীদের ভোট দেওয়ার অধিকার দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইজ ১৮৭৯ সালের ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদের মামলায় অংশগ্রহণের অনুমতি-সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। এ ঘটনা নারীদের জন্য আইন পেশায় প্রবেশ করার ক্ষেত্রে নতুন

পথ তৈরি করে। এটি পেশাগত স্বাধীনতা এবং সমানাধিকার প্রতিষ্ঠায় নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় পুরো পৃথিবীতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত