Ajker Patrika

বেড়েছে ধর্ষণ ও হত্যার ঘটনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭: ৩৩
বেড়েছে ধর্ষণ ও হত্যার ঘটনা

বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছে ২৭৩ জন নারী ও কন্যাশিশু। গত জুলাই মাসে এই সংখ্যা ছিল ২৯৮। তবে খালি চোখে এ সংখ্যা কিছুটা কম মনে হলেও উদ্বেগজনক। নির্যাতনের মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে ধর্ষণ ও হত্যার ঘটনা।

বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে উঠে এসেছে ধর্ষণ, হত্যা, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ অথবা আত্মহত্যায় প্ররোচনার মতো ৩৫ ধরনের নির্যাতনের ঘটনা। আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হয়েছেন ৬১ জন।

তাঁদের মধ্যে ১০ জন ধর্ষণের পর আত্মহত্যা করেছেন। ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। জুলাই মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৪১ কন্যাশিশুসহ ৬০ জন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন। এ ছাড়া ৬ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আগস্ট মাসে আত্মহত্যা করেছেন ২৮ জন। তাঁদের মধ্যে ১৩টি শিশু ও ১৫ জন নারী। বিভিন্নভাবে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ২২ জন। রহস্যজনক মৃত্যু হয়েছে ২৩ জনের। তাঁদের মধ্যে ৮টি কন্যাশিশু ও ১৫ জন নারী।

সারা দেশে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৭ জনকে। একই কারণে নির্যাতিত হয়েছেন ৮ জন। জুলাই মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০ জন, উত্ত্যক্তের শিকার ৭ এবং অ্যাসিডদগ্ধ হয়েছেন ২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত