বছরে খরচ ২০ কোটি টাকা, দুই পান্ডাকে চীনে ফেরত পাঠাচ্ছে চিড়িয়াখানা
হাতি পালা যে বিশাল খরচের ব্যাপার, এটা বাংলা প্রবাদ জানা না থাকলেও যে কেউ বুঝতে পারবেন। তবে এখন দেখা যাচ্ছে, পান্ডা পালার খরচ তার চয়ে ঢের বেশি। এর প্রমাণ, রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে আগামী নভেম্বরে দুটি পান্ডাকে চীনে ফেরত পাঠিয়ে দিচ্ছে ফিনল্যান্ডের এক চিড়িয়াখানা।