একটি স্কুলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ চিকেন উইংস চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়েছে এক নারীর । তবে অবিশ্বাস্য ব্যাপার হলো তার চুরি করা চিকেন উইংসের দাম ১৫ লাখ ডলার বা সাড়ে সতেরো কোটি টাকার বেশি।
ভেরা লিডেল নামের এই নারী প্রায় দেড় বছর ধরে এই চুরির কাজটি করেছেন। মালামাল বহনের কাজে ব্যবহার করা একটি ভ্যানের সাহায্যে এগুলো পাচার বা সংগ্রহ করতেন তিনি। আর এই মুরগির ডানা চুরির অপরাধ প্রমাণ হওয়ায় তাঁর ৯ বছরের জেল হয়েছে।
এসব তথ্য জানা যায়, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
ভেড়া লিডেল ‘হার্ভে স্কুল ডিস্ট্রিক্টে’র খাদ্য পরিষেবা বিভাগের প্রধান থাকা অবস্থায় অর্ডারগুলো দেন। সংবাদমাধ্যম এবিসি৭ শিকাগো জানিয়েছে, ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলার খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি ‘গর্ডন ফুড সার্ভিসেসে’র কাছে চিকেন উইংসের জন্য অর্ডার দিয়েছিলেন। আর এগুলো নিজের কাছে রেখে অর্থাৎ শিক্ষার্থীদের না দিয়ে কর্তৃপক্ষকে বিল দিয়েছিলেন।
ভেরা লিডেল এই ‘বিশাল কর্মযজ্ঞে’ মোট ১১ হাজার কেস চিকেন উইংস সরান। করোনা মহামারি যখন চূড়ায় পৌঁছে যায় তখন শিক্ষার্থীদের জন্য এগুলো বরাদ্দ ছিল বলে জানান কৌঁসুলিরা।
৬৮ বছর বয়স্ক এই নারী ২০২০ সালের জুলাইয়ে এই চুরি শুরু করলেও অনেকটা সময় পর্যন্ত এটা কারও নজরেই আসেনি। তারপরই শিকাগোর কাছের এই স্কুল ডিস্ট্রিক্টের বিজনেস ম্যানেজার অডিটের সময় একটি ঘাপলা আবিষ্কার করেন।
২০২২ সালের মাঝামাঝি অডিটের সময় চালানগুলি খুঁজে পান। আদালতে দাখিল করা কাগজপত্রের সূত্রে জানা যায়, হাড় থাকার কারণে চিকেন উইংস সাধারণত শিক্ষার্থীদের সরবরাহ করা হয় না বলে সন্দেহ হয় ওই ব্যবস্থাপকের। অডিটে দেখা যায় জেলাটির বছরের অর্ধেক বাকি থাকতেই খাদ্য পরিষেবা বিভাগের বার্ষিক বাজেট ছাড়িয়ে তিন লাখ ডলার বেশি হয়ে গেছে খাবারের দাম।
লিডেল সাধারণ প্রয়োজনেরও চেয়েও বেশি খাবার অর্ডার দিচ্ছিলেন। কিন্তু শিক্ষার্থীদেরও কখনো একটি উইংসও খাওয়ার তো দূরের কথা দেখেনি।
মহামারির কারণে স্কুলগুলি তখন বন্ধ ছিল। তবে জেলাটি তখনো যারা অনলাইনে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল তাদের জন্য খাবারের বরাদ্দ রেখেছিল।
লিডেল, যিনি ১০ বছর ধরে খাদ্য পরিষেবা প্রধান ছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে চুরি এবং একটি অপরাধমূলক উদ্যোগ পরিচালনার অভিযোগ আনা হয়েছিল। দোষ স্বীকার করার পর তাকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।
একটি স্কুলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ চিকেন উইংস চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়েছে এক নারীর । তবে অবিশ্বাস্য ব্যাপার হলো তার চুরি করা চিকেন উইংসের দাম ১৫ লাখ ডলার বা সাড়ে সতেরো কোটি টাকার বেশি।
ভেরা লিডেল নামের এই নারী প্রায় দেড় বছর ধরে এই চুরির কাজটি করেছেন। মালামাল বহনের কাজে ব্যবহার করা একটি ভ্যানের সাহায্যে এগুলো পাচার বা সংগ্রহ করতেন তিনি। আর এই মুরগির ডানা চুরির অপরাধ প্রমাণ হওয়ায় তাঁর ৯ বছরের জেল হয়েছে।
এসব তথ্য জানা যায়, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
ভেড়া লিডেল ‘হার্ভে স্কুল ডিস্ট্রিক্টে’র খাদ্য পরিষেবা বিভাগের প্রধান থাকা অবস্থায় অর্ডারগুলো দেন। সংবাদমাধ্যম এবিসি৭ শিকাগো জানিয়েছে, ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলার খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি ‘গর্ডন ফুড সার্ভিসেসে’র কাছে চিকেন উইংসের জন্য অর্ডার দিয়েছিলেন। আর এগুলো নিজের কাছে রেখে অর্থাৎ শিক্ষার্থীদের না দিয়ে কর্তৃপক্ষকে বিল দিয়েছিলেন।
ভেরা লিডেল এই ‘বিশাল কর্মযজ্ঞে’ মোট ১১ হাজার কেস চিকেন উইংস সরান। করোনা মহামারি যখন চূড়ায় পৌঁছে যায় তখন শিক্ষার্থীদের জন্য এগুলো বরাদ্দ ছিল বলে জানান কৌঁসুলিরা।
৬৮ বছর বয়স্ক এই নারী ২০২০ সালের জুলাইয়ে এই চুরি শুরু করলেও অনেকটা সময় পর্যন্ত এটা কারও নজরেই আসেনি। তারপরই শিকাগোর কাছের এই স্কুল ডিস্ট্রিক্টের বিজনেস ম্যানেজার অডিটের সময় একটি ঘাপলা আবিষ্কার করেন।
২০২২ সালের মাঝামাঝি অডিটের সময় চালানগুলি খুঁজে পান। আদালতে দাখিল করা কাগজপত্রের সূত্রে জানা যায়, হাড় থাকার কারণে চিকেন উইংস সাধারণত শিক্ষার্থীদের সরবরাহ করা হয় না বলে সন্দেহ হয় ওই ব্যবস্থাপকের। অডিটে দেখা যায় জেলাটির বছরের অর্ধেক বাকি থাকতেই খাদ্য পরিষেবা বিভাগের বার্ষিক বাজেট ছাড়িয়ে তিন লাখ ডলার বেশি হয়ে গেছে খাবারের দাম।
লিডেল সাধারণ প্রয়োজনেরও চেয়েও বেশি খাবার অর্ডার দিচ্ছিলেন। কিন্তু শিক্ষার্থীদেরও কখনো একটি উইংসও খাওয়ার তো দূরের কথা দেখেনি।
মহামারির কারণে স্কুলগুলি তখন বন্ধ ছিল। তবে জেলাটি তখনো যারা অনলাইনে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল তাদের জন্য খাবারের বরাদ্দ রেখেছিল।
লিডেল, যিনি ১০ বছর ধরে খাদ্য পরিষেবা প্রধান ছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে চুরি এবং একটি অপরাধমূলক উদ্যোগ পরিচালনার অভিযোগ আনা হয়েছিল। দোষ স্বীকার করার পর তাকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।
বিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৫ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৬ দিন আগেচীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করায় দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান বা প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকার মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ দিন আগেচাকরি খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডিন বেশ কার্যকর ও জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে আজকাল চাকরির টাইটেলগুলো বেশ চমকপ্রদ। কেউ নিজেকে বলেন ‘ভিশনারি লিডার’, কেউবা ‘স্ট্র্যাটেজিক ইনোভেটর।’ কিন্তু নয়ডার বাসিন্দা অনিল বাভেজা সবকিছুর বাইরে গিয়ে নিজের প্রোফাইল বানালেন একেবারে আলাদা! চাকরি ছাড়ার...
৮ দিন আগে