চীনারা সাধারণত চপস্টিক দিয়ে খাওয়ায় অভ্যস্ত। বাংলাদেশিদের কাছে এটা তেমন প্রচলিত নয়। আর আপাতদৃষ্টে চপস্টিক দিয়ে একের পর এক চাল খাওয়া প্রায় অসম্ভব কাজ। তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন সুমাইয়া খান নামের এক বাংলাদেশি নারী। গত ১৭ ফেব্রুয়ারি চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি চাল খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সুমাইয়া চপস্টিক দিয়ে ১ মিনিটের মধ্যেই ৩৭টি চাল সাবাড় করে ফেলেছেন। এ কাজের পর বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাঁকে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি চাল খাওয়া টেল্যান্ড লা’র রেকর্ড ভেঙেছেন সুমাইয়া খান। একই সময়ে টেল্যান্ডের চেয়ে ১০টি চাল বেশি খেয়েছেন তিনি।
বিশ্বে এ ধরনের রেকর্ড অবশ্য নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা ফেলিক্স ফন মেইবোম খুব দ্রুত এক কাপ কফি পান করে গিনেস রেকর্ডসে জায়গা করে নেন। মাত্র ৩ দশমিক ১২ সেকেন্ডে এক কাপ কফি পান করেন তিনি। আগের রেকর্ডধারীর চেয়ে দশমিক ০৫ সেকেন্ড কম সময় লেগেছিল তাঁর।
চীনারা সাধারণত চপস্টিক দিয়ে খাওয়ায় অভ্যস্ত। বাংলাদেশিদের কাছে এটা তেমন প্রচলিত নয়। আর আপাতদৃষ্টে চপস্টিক দিয়ে একের পর এক চাল খাওয়া প্রায় অসম্ভব কাজ। তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন সুমাইয়া খান নামের এক বাংলাদেশি নারী। গত ১৭ ফেব্রুয়ারি চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি চাল খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সুমাইয়া চপস্টিক দিয়ে ১ মিনিটের মধ্যেই ৩৭টি চাল সাবাড় করে ফেলেছেন। এ কাজের পর বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাঁকে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি চাল খাওয়া টেল্যান্ড লা’র রেকর্ড ভেঙেছেন সুমাইয়া খান। একই সময়ে টেল্যান্ডের চেয়ে ১০টি চাল বেশি খেয়েছেন তিনি।
বিশ্বে এ ধরনের রেকর্ড অবশ্য নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা ফেলিক্স ফন মেইবোম খুব দ্রুত এক কাপ কফি পান করে গিনেস রেকর্ডসে জায়গা করে নেন। মাত্র ৩ দশমিক ১২ সেকেন্ডে এক কাপ কফি পান করেন তিনি। আগের রেকর্ডধারীর চেয়ে দশমিক ০৫ সেকেন্ড কম সময় লেগেছিল তাঁর।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
১ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
২ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৭ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৮ দিন আগে