নিলামে উঠেছে নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি। ১৯ শতকের সময়কার ফরাসি সম্রাটের এ টুপি আজ রোববার প্যারিসে নিলামে বিক্রি করার কথা। ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এই বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ঐতিহাসিকদের মতে মাথার বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তাঁর কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামের এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তাঁর এখন মাত্র ২০ টি টুপি আছে বলে জানা যায়।
গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন।
সম্রাট সবসময় তাঁর এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো ‘এ ব্যাটাইল’। তাঁর অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।
নিলাম আয়োজক জঁ পিয়েরে ওসেনাত বলেন, ‘মানুষ সব জায়গায় এই টুপিটি চিনতে পারত। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন। কখনো তা মাটিতে ছুড়ে ফেলতেন। এটিই একটি সম্রাটের বৈশিষ্ট্য।’
নিলাম আয়োজকেরা বলেন, এ টুপিটি এত দিন ধরে ১৯ শতকের নেপোলিয়নের প্রাসাদের কোয়ার্টার মাস্টারের পরিবারের কাছেই ছিল।
ওসেনাত নিলামে ওঠা নেপোলিয়নের ১৮১৫ সালের এ টুপিতে একটি বিশেষ ফিতাও লাগানো ছিল। এ সময় তিনি এলবায় নির্বাসন থেকে ফেরার পথে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন।
১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নের গাড়ি থেকে লুট করা একটি রুপার প্লেট এবং তার মালিকানাধীন একটি কাঠের ভ্যানিটি কেস, রেজার, একটি রুপার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্র ও নিলামে তোলা হবে।
নিলামে উঠেছে নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি। ১৯ শতকের সময়কার ফরাসি সম্রাটের এ টুপি আজ রোববার প্যারিসে নিলামে বিক্রি করার কথা। ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এই বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ঐতিহাসিকদের মতে মাথার বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তাঁর কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামের এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তাঁর এখন মাত্র ২০ টি টুপি আছে বলে জানা যায়।
গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন।
সম্রাট সবসময় তাঁর এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো ‘এ ব্যাটাইল’। তাঁর অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।
নিলাম আয়োজক জঁ পিয়েরে ওসেনাত বলেন, ‘মানুষ সব জায়গায় এই টুপিটি চিনতে পারত। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন। কখনো তা মাটিতে ছুড়ে ফেলতেন। এটিই একটি সম্রাটের বৈশিষ্ট্য।’
নিলাম আয়োজকেরা বলেন, এ টুপিটি এত দিন ধরে ১৯ শতকের নেপোলিয়নের প্রাসাদের কোয়ার্টার মাস্টারের পরিবারের কাছেই ছিল।
ওসেনাত নিলামে ওঠা নেপোলিয়নের ১৮১৫ সালের এ টুপিতে একটি বিশেষ ফিতাও লাগানো ছিল। এ সময় তিনি এলবায় নির্বাসন থেকে ফেরার পথে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন।
১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নের গাড়ি থেকে লুট করা একটি রুপার প্লেট এবং তার মালিকানাধীন একটি কাঠের ভ্যানিটি কেস, রেজার, একটি রুপার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্র ও নিলামে তোলা হবে।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৯ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১১ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৭ দিন আগে