Ajker Patrika

সাড়ে আট ইঞ্চি কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের চেষ্টা

আপডেট : ২১ মে ২০২৩, ১৬: ৩৭
সাড়ে আট ইঞ্চি কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের চেষ্টা

সাড়ে আট ইঞ্চি লম্বা কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের সময় ধরা পড়েছেন এক ব্যক্তি। তবে কী উদ্দেশ্যে তিনি এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের লা পোর্ট কাউন্টি কারাগারে এ ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

কারাগারের সহকারী কমান্ডার লেফটেন্যান্ট জেফ হল্ট জানানা, গত বুধবার রুটিন তল্লাশির সময় ওই ব্যক্তির শরীরের বিশেষ জায়গায় কোনো বস্তু রয়েছে বলে সন্দেহ হয়। কিন্তু তিনি দেহ তল্লাশি করতে অসহযোগিতা করেন। পরে অবশ্য একান্ত অনিচ্ছায় ইলেকট্রনিক বডি স্ক্যান করতে রাজি হন তিনি। তখন তাঁর মলদ্বারে কাঁচিটি আবিষ্কৃত হয়। 

কারাগারের একজন মুখপাত্র বলেন, কাঁচিটি আবিষ্কৃত হওয়ার কিছু সময় পরে কোনো অঘটন ছাড়াই তাঁর শরীর থেকে কাঁচিটি অপসারণ করা হয়েছে। 

লা পোর্ট কাউন্টি শেরিফের অফিস থেকে ক্যাপ্টেন ডেরেক জে অ্যালেন বলেন, ব্যক্তিটি কারাগারের ভেতর কোনো বিপজ্জনক ঘটনা ঘটাতে পারতেন। কিন্তু লেফটেন্যান্ট হল্ট প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে অঘটন প্রতিহত করা গেছে। এ জন্য তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। 

তবে কী কারণে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ। 

লা পোর্ট কাউন্টি কারাগারের কর্মকর্তারা বলেন, ২০১৭ সালে প্রথমবারের মতো কারাগারে ফুল-বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়। এরপর থেকে এ স্ক্যানারের মাধ্যমে অপরাধীদের শরীরের বিভিন্ন গোপন জায়গা থেকে ট্যাটু করার সরঞ্জাম, ওষুধ ও প্যারাফারনালিয়াসহ আরও অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত