Ajker Patrika

টিকটকের এই নারীকে বর খুঁজে দিলেই পাবেন ৫ লাখ টাকা 

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১২: ২০
টিকটকের এই নারীকে বর খুঁজে দিলেই পাবেন ৫ লাখ টাকা 

এক মার্কিন নারী একা থাকতে থাকতে বিরক্ত। তিনি এখন বিয়ে করতে চান। যিনি তাঁকে পাত্র খুঁজে দিতে পারবেন, তাঁকেই ৫ লাখ ৪০ হাজার (৫ হাজার ডলার) টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ওই নারীর নাম ইভ টিলে কুলসন (৩৫)। সম্প্রতি তিনি টিকটকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তিনি বিয়ের জন্য পাত্র খুঁজে দেওয়ার অনুরোধ করেন। তাঁর ওই টিকটক অ্যাকাউন্টে ১০ লাখ ফলোয়ার আছে।

তিনি জানিয়েছেন, এর আগে তাঁর বন্ধু এবং তাঁর বসের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। তাঁদের তিনি নিজের জন্য পাত্র খুঁজে দিতে বলেছিলেন। কিন্তু এবার তিনি সবার জন্যই এই প্রস্তাব রাখছেন। যে কেউ তাঁর জন্য পাত্র খুঁজে দিতে পারেন। আর এর জন্য তাঁকে পুরস্কারও দেওয়া হবে।

ইভ টিলে বলেন, ‘যদি আপনি আমাকে আমার হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন এবং আমি তাঁকে বিয়ে করতে পারি। তবে আমি আপনাকে ৫ হাজার ডলার পুরস্কার দেব। আমি সারা জীবন তাঁর সঙ্গে থাকব এমনটা না-ও হতে পারে। আমি ২০ বছর পর তাঁকে ডিভোর্স দিয়ে দিতে পারি। এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি আমাকে এমন কারও সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন, যাঁর সঙ্গে আমি একসঙ্গে হাঁটতে পারব।’

তিনি জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি একাকী জীবন যাপন করছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে লোকজনের সঙ্গে দেখা করতে করতে এবং ডেটিং অ্যাপে জীবনসঙ্গী খুঁজে ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন না। কারণ, এখনো তিনি তেমন কাউকে খুঁজে পাচ্ছেন না।

কেমন পাত্র খুঁজছেন তিনি? ইভ টিলে জানিয়েছেন, পাত্রকে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, খেলাধুলা, প্রাণী এবং বাচ্চাদের পছন্দ করে এমন কাউকে খুঁজছেন তিনি। একই সঙ্গে পাত্রকে সব ধরনের পরিস্থিতি বোঝার মতো মনমানসিকতা থাকতে হবে। হাসি-ঠাট্টা বুঝতে হবে। লং-ডিসটেন্ট রিলেশনেও সমস্যা নেই বলে জানিয়েছেন এই নারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত