পশুপ্রেমীদের জন্য দারুণ খবর। ঘরে থাকা পোষ্যটির জন্য সঙ্গী খুঁজতে এখন আর খুব একটা বেগ পেতে হবে না। যদিও এই সুযোগ আমেরিকান কুকুর-বিড়ালপ্রেমীদের জন্য।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পশুপ্রেমীদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে খোলা হয়েছে ডেটিং সাইট। ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের উদ্যোগে তৈরি এই সাইটের নাম দেওয়া হয়েছে ‘টেন্ডার’। সাইটটিতে ঢুকলে একদল কুকুর এবং বিড়ালের দেখা মিলবে। আর কাউকে পছন্দ হলে শুধু ডান দিকে ‘সোয়াইপ’ করতে হবে।
ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। বিভিন্ন গৃহহীন কুকুর-বিড়ালকে স্থায়ী ঠিকানা দিতে এবং তাদের জন্য ভালো মালিক খুঁজে পাওয়াই এর লক্ষ্য। এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেওয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে একজন ভালো মালিক এবং সঙ্গী।
কাউন্টি শেরিফের অফিস এক ফেসবুক পোস্টে জানায়, প্রতি সপ্তাহে ব্রেভার্ড অ্যানিম্যাল কেয়ার সেন্টারে থাকা একটি গৃহহীন কুকুর বা বিড়ালের ছবি সম্ভাব্য পরিবারগুলোর জন্য স্পটলাইটে রাখা হবে। পছন্দ হলে ডান দিকে সোয়াইপ করলেই হবে। এই সাইটটি আসলে গৃহহীন কুকুর-বিড়ালের একজন বন্ধু এবং একটা স্থায়ী ঘর খুঁজে বের করার জন্য।
এরই মধ্যে প্রশংসায় ভাসছে ব্রেভার্ড কাউন্টি শেরিফর অফিস। ‘টেন্ডার’ সাইটের খবর-সংবলিত ফেসবুক পোস্টে হাজার হাজার মানুষ লাইক দিচ্ছে এবং নতুন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে।
পশুপ্রেমীদের জন্য দারুণ খবর। ঘরে থাকা পোষ্যটির জন্য সঙ্গী খুঁজতে এখন আর খুব একটা বেগ পেতে হবে না। যদিও এই সুযোগ আমেরিকান কুকুর-বিড়ালপ্রেমীদের জন্য।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পশুপ্রেমীদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে খোলা হয়েছে ডেটিং সাইট। ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের উদ্যোগে তৈরি এই সাইটের নাম দেওয়া হয়েছে ‘টেন্ডার’। সাইটটিতে ঢুকলে একদল কুকুর এবং বিড়ালের দেখা মিলবে। আর কাউকে পছন্দ হলে শুধু ডান দিকে ‘সোয়াইপ’ করতে হবে।
ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। বিভিন্ন গৃহহীন কুকুর-বিড়ালকে স্থায়ী ঠিকানা দিতে এবং তাদের জন্য ভালো মালিক খুঁজে পাওয়াই এর লক্ষ্য। এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেওয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে একজন ভালো মালিক এবং সঙ্গী।
কাউন্টি শেরিফের অফিস এক ফেসবুক পোস্টে জানায়, প্রতি সপ্তাহে ব্রেভার্ড অ্যানিম্যাল কেয়ার সেন্টারে থাকা একটি গৃহহীন কুকুর বা বিড়ালের ছবি সম্ভাব্য পরিবারগুলোর জন্য স্পটলাইটে রাখা হবে। পছন্দ হলে ডান দিকে সোয়াইপ করলেই হবে। এই সাইটটি আসলে গৃহহীন কুকুর-বিড়ালের একজন বন্ধু এবং একটা স্থায়ী ঘর খুঁজে বের করার জন্য।
এরই মধ্যে প্রশংসায় ভাসছে ব্রেভার্ড কাউন্টি শেরিফর অফিস। ‘টেন্ডার’ সাইটের খবর-সংবলিত ফেসবুক পোস্টে হাজার হাজার মানুষ লাইক দিচ্ছে এবং নতুন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৫ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৩ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৪ দিন আগে