হুমায়ূন আহমেদের ‘চোর’ নাটকে একটি সংলাপ ছিল, যেখানে একজন চোর তাঁর চুরিবিদ্যার গুরুকে বলেন, ‘আপনে চোর হলেও মানুষ ভালো’। এমন ‘চোর হয়েও ভালো মানুষ’ হওয়ার ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারে।
গড গুলুভা নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই মজার ঘটনা টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, তাঁর ল্যাপটপ চুরি হওয়ার পর স্বয়ং চোর মহাশয় ক্ষমা চেয়ে ই–মেইল করেছেন। ই–মেইলে লেখা ছিল, ‘কেমন আছেন ভাই? গতকাল আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। কারণ এই মুহূর্তে আমার টাকার খুব দরকার। তবে আমি ল্যাপটপ ঘেঁটে দেখলাম, গবেষণার কাজে আপনি বেশ ব্যস্ত ছিলেন। তাই সব গুরুত্বপূর্ণ ফাইল এই ই–মেইলের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আর যদি কোনো ফাইল প্রয়োজন হয়, আমাকে সোমবার দুপুর ১২টার মধ্যে জানাবেন। আমি ল্যাপটপ বিক্রির জন্য লোক খুঁজে পেয়েছি। আপনার সমস্যার জন্য আমি দুঃখিত।’
এই ই–মেইলের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছে গুলুভা। সেখানে তিনি লিখেছেন, ‘গতরাতে একজন চোর আমার ল্যাপটপ চুরি করার পর ই–মেইলে আমার কাছে ক্ষমা চেয়েছে। ব্যাপারটি নিয়ে মিশ্র অনুভূতি হচ্ছে আমার।’
এই ঘটনায় চোরের প্রতিই সহানুভূতি প্রকাশ করেছেন নেটিজেনরা। এক ব্যক্তি গুলুভাকে উদ্দেশ করে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘চোর যে মূল্যে ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছে, আপনি তাকে ওই টাকাটা দিয়ে ল্যাপটপ ছাড়িয়ে নিতে পারেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের যদি কারও সামর্থ্য থাকে, তাহলে তাকে একটি কাজ খুঁজে দিন। যে মানুষ ল্যাপটপ চুরি করার পর সেখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল মালিকের কাছে ফেরত পাঠাতে পারে, সে মন থেকে কখনো খারাপ হতে পারে না।’
অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই ব্যক্তি একজন সম্মানিত চোর!’
হুমায়ূন আহমেদের ‘চোর’ নাটকে একটি সংলাপ ছিল, যেখানে একজন চোর তাঁর চুরিবিদ্যার গুরুকে বলেন, ‘আপনে চোর হলেও মানুষ ভালো’। এমন ‘চোর হয়েও ভালো মানুষ’ হওয়ার ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারে।
গড গুলুভা নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই মজার ঘটনা টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, তাঁর ল্যাপটপ চুরি হওয়ার পর স্বয়ং চোর মহাশয় ক্ষমা চেয়ে ই–মেইল করেছেন। ই–মেইলে লেখা ছিল, ‘কেমন আছেন ভাই? গতকাল আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। কারণ এই মুহূর্তে আমার টাকার খুব দরকার। তবে আমি ল্যাপটপ ঘেঁটে দেখলাম, গবেষণার কাজে আপনি বেশ ব্যস্ত ছিলেন। তাই সব গুরুত্বপূর্ণ ফাইল এই ই–মেইলের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আর যদি কোনো ফাইল প্রয়োজন হয়, আমাকে সোমবার দুপুর ১২টার মধ্যে জানাবেন। আমি ল্যাপটপ বিক্রির জন্য লোক খুঁজে পেয়েছি। আপনার সমস্যার জন্য আমি দুঃখিত।’
এই ই–মেইলের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছে গুলুভা। সেখানে তিনি লিখেছেন, ‘গতরাতে একজন চোর আমার ল্যাপটপ চুরি করার পর ই–মেইলে আমার কাছে ক্ষমা চেয়েছে। ব্যাপারটি নিয়ে মিশ্র অনুভূতি হচ্ছে আমার।’
এই ঘটনায় চোরের প্রতিই সহানুভূতি প্রকাশ করেছেন নেটিজেনরা। এক ব্যক্তি গুলুভাকে উদ্দেশ করে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘চোর যে মূল্যে ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছে, আপনি তাকে ওই টাকাটা দিয়ে ল্যাপটপ ছাড়িয়ে নিতে পারেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের যদি কারও সামর্থ্য থাকে, তাহলে তাকে একটি কাজ খুঁজে দিন। যে মানুষ ল্যাপটপ চুরি করার পর সেখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল মালিকের কাছে ফেরত পাঠাতে পারে, সে মন থেকে কখনো খারাপ হতে পারে না।’
অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই ব্যক্তি একজন সম্মানিত চোর!’
চীনে এক নারী তাঁর কারাবন্দীত্ব এড়াতে ইচ্ছাকৃতভাবে বারবার গর্ভধারণ করছিলেন। এই প্রক্রিয়ায় তিনি টানা ৪ বছরে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে বিচারপ্রক্রিয়ায় আনা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম শানসি ইভিনিং নিউজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ঘটেছে এক আজব ও মজার ঘটনা। মা-ছেলের কাণ্ডকারখানা এলাকাটিতে রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে। স্থানীয় নারী হলি লাফেভার্স এক সকালে দেখলেন, তাঁর বারান্দা ভর্তি ললিপপের বাক্স। ছোটখাটো দোকানের মতো অবস্থা। কিন্তু এই অর্ডার তিনি নিজে দেননি। কে দিয়েছে?
২ দিন আগেযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক বুগাতি ভেরনের মালিক দেখিয়ে দিলেন, বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই সুপারকারও তুলনামূলক কম খরচে সচল রাখা সম্ভব। বুগাতির আসল চাকা ও টায়ার বদলাতে যেখানে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলারের মতো খরচ হয়, সেখানে তিনি মাত্র ৫ হাজার ডলারেরও কম খরচে সমাধান করে ফেলেছেন।
৩ দিন আগেস্পেনে ঘটেছে এক আজব কাণ্ড। ছোট্ট এক শিশুকে কোলে বসিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছেন বাবা, তার সঙ্গে আবার বিয়ারের গ্লাসও ধরিয়ে দেওয়া হচ্ছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রীতিমতো ঝড় উঠেছে। পুলিশও এখন হন্যে হয়ে খুঁজছে সেই বাবাকে।
৪ দিন আগে