তুর্কি-ডাচ ফ্লাইট কোরেন্ডন এয়ারলাইনস ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্ক’ বিভাগ চালুর পরিকল্পনা করছে। পরিবার ছাড়া ভ্রমণকারীদের শিশুদের কান্নাকাটি ও চেঁচামেচি মুক্ত ফ্লাইট সেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিভাগে ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা থাকবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য হিল’।
প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইনের ব্যবহৃত এয়ারবাস এ৩৫০ এসে কিছু আসন সংরক্ষিত থাকবে। এই বিভাগ নভেম্বরে আমস্টারডাম এবং ডাচ ক্যারিবিয়ান দ্বীপের কুরাকাও ফ্লাইটে চালু করা হবে।
এয়ারলাইনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের এই বিভাগটি শিশু ছাড়া ভ্রমণকারীদের জন্য। যারা একটি শান্ত পরিবেশে কাজ করতে চান এমন ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য করা হয়েছে।
এই বিভাগ অভিভাবকদেরও ইতিবাচকভাবে প্রভাবিত করবে। কেননা অন্যান্য ফ্লাইটে তাঁদের সন্তান একটু ব্যস্ত বা কান্নাকাটি করলে সহযাত্রীদের প্রতিক্রিয়া নিয়ে তাঁরা কম অস্বস্তিতে থাকবেন।
কোরেন্ডন বলেছে, বিভাগটি দেয়াল এবং পর্দা দিয়ে বিমানের বাকি অংশ থেকে আলাদা করা হবে। এটি শান্ত, স্বাচ্ছন্দ্যময় ও সুরক্ষিত পরিবেশ তৈরি করবে।
বিমানের সামনের অংশটি ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের’ বিভাগ তৈরিতে ব্যবহার করা হবে। যেখানে অতিরিক্ত লেগরুমসহ ৯টি অতিরিক্ত বড় আসন এবং ৯৩টি স্ট্যান্ডার্ড আসন রয়েছে।
এই আসনগুলোর জন্য অতিরিক্ত ৪৫ ইউরো খরচ হবে। আর অতিরিক্ত-বড় আসনগুলোর জন্য অতিরিক্ত ১০০ ইউরো খরচ হবে।
এমন বিভাগ চালুতে কোরেন্ডন এয়ারলাইনস প্রথম নয়, এটি সম্ভবত নেদারল্যান্ডসে প্রথম।
তুর্কি-ডাচ ফ্লাইট কোরেন্ডন এয়ারলাইনস ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্ক’ বিভাগ চালুর পরিকল্পনা করছে। পরিবার ছাড়া ভ্রমণকারীদের শিশুদের কান্নাকাটি ও চেঁচামেচি মুক্ত ফ্লাইট সেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিভাগে ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা থাকবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য হিল’।
প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইনের ব্যবহৃত এয়ারবাস এ৩৫০ এসে কিছু আসন সংরক্ষিত থাকবে। এই বিভাগ নভেম্বরে আমস্টারডাম এবং ডাচ ক্যারিবিয়ান দ্বীপের কুরাকাও ফ্লাইটে চালু করা হবে।
এয়ারলাইনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের এই বিভাগটি শিশু ছাড়া ভ্রমণকারীদের জন্য। যারা একটি শান্ত পরিবেশে কাজ করতে চান এমন ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য করা হয়েছে।
এই বিভাগ অভিভাবকদেরও ইতিবাচকভাবে প্রভাবিত করবে। কেননা অন্যান্য ফ্লাইটে তাঁদের সন্তান একটু ব্যস্ত বা কান্নাকাটি করলে সহযাত্রীদের প্রতিক্রিয়া নিয়ে তাঁরা কম অস্বস্তিতে থাকবেন।
কোরেন্ডন বলেছে, বিভাগটি দেয়াল এবং পর্দা দিয়ে বিমানের বাকি অংশ থেকে আলাদা করা হবে। এটি শান্ত, স্বাচ্ছন্দ্যময় ও সুরক্ষিত পরিবেশ তৈরি করবে।
বিমানের সামনের অংশটি ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের’ বিভাগ তৈরিতে ব্যবহার করা হবে। যেখানে অতিরিক্ত লেগরুমসহ ৯টি অতিরিক্ত বড় আসন এবং ৯৩টি স্ট্যান্ডার্ড আসন রয়েছে।
এই আসনগুলোর জন্য অতিরিক্ত ৪৫ ইউরো খরচ হবে। আর অতিরিক্ত-বড় আসনগুলোর জন্য অতিরিক্ত ১০০ ইউরো খরচ হবে।
এমন বিভাগ চালুতে কোরেন্ডন এয়ারলাইনস প্রথম নয়, এটি সম্ভবত নেদারল্যান্ডসে প্রথম।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৩ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৪ দিন আগে