Ajker Patrika

সাগর থেকে রেলে উঠে পড়ল সিল, বন্ধ ট্রেন চলাচল

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১০: ০২
সাগর থেকে রেলে উঠে পড়ল সিল, বন্ধ ট্রেন চলাচল

রেললাইনের ওপর গরু, মহিষ এমনকি হাতি চলে আসার নজিরও আছে। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না জলজ্যান্ত একটি সিল রেলপথের ওপর উঠে আসবে। অবিশ্বাস্য হলেও সাগর থেকে উঠে এসে একটি সিল একেবারে রেললাইনের মাঝখানে রীতিমতো আসন গেড়ে বসে। তারপর?

বুঝতেই পারছেন, ঘটনাটি আমাদের দেশের নয়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এ কাণ্ড হয়। শহরের কাছেধারেই সৈকত ও সাগর থাকায় ওয়েলিংটনের পথেঘাটে সামুদ্রিক এই স্তন্যপায়ীকে দেখা একেবারে অবাস্তব কিছু নয়। তবে মসৃণ চামড়ার এই প্রাণীর শরীরের গঠন এমন যে, ডাঙায় চলাফেরা করা মোটেই সহজ নয়। তাই বলে একেবারে রেললাইনে এসে বিশ্রাম নিতে শুরু করাটা মনে হয় একটু বাড়াবাড়িই হয়ে গেছে।

তবে সিলটির ভাগ্য ভালোই বলতে হবে। অন্তত আমাদের কক্সবাজারের সেই বুনো হাতির বাচ্চাটার মতো ট্রেনের ধাক্কায় করুণ পরিণতি বরণ করে নিতে হয়নি। বরং তার জন্য নিউজিল্যান্ডের রাজধানী এলাকায় চলাচল করা কমিউটার ট্রেনগুলোর রীতিমতো শিডিউল বিপর্যয় হয়ে যায়। 

দেশটির ডিপার্টমেন্ট অব কনজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি ফার সিল বা কেকেনো সিলকে ওয়েলিংটনের শহরতলি নগাওরাংগায় রেললাইনের ওপরে উঠে আয়েস করে বিশ্রাম নিতে দেখা যায়। এতে কমিউটার ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে। 

পোস্টে আরও বলা হয়, ‘যদিও সিলটি ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে মানুষের যাতায়াতের জন্য সমস্যা সৃষ্টি করে, তবু সবাই প্রাণীটির ব্যাপারেই বেশি উদ্বিগ্ন ছিল। অনেক লোক আমাদের হটলাইনে বিষয়টি জানিয়েছে। সিল দেখা যাওয়া ওয়েলিংটনের আশপাশে খুব অস্বাভাবিক দৃশ্য নয়। তবে এটি বেশ চর্মসার ছিল। একে মোটেই বিচলিত মনে হচ্ছিল না। হয়তো সে ক্লান্ত ছিল।’ 

ডিপার্টমেন্ট অব কনজারভেশন মজা করে বলে, সিলটির শেষ পর্যন্ত ট্রেন ধরার বা ট্রেনে চড়ার প্রয়োজন পড়েনি। বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত থাকা রেঞ্জাররা একে ওয়েলিংটনের দক্ষিণে সাগর উপকূলে নিয়ে যান। তারপর এমন একটি জায়গায় একে ছেড়ে দেওয়া হয়, যেখানে মানুষ বা কুকুর এটার জন্য কোনো ঝামেলা তৈরি করবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত