যখন-তখন, যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে এমন কর্মী খুঁজছে একটি মার্কিন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওই ম্যাট্রেস বা তোশক প্রস্তুতকারী কোম্পানি ভালো ঘুমোতে পারা লোক খুঁজছে বলে কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কভিত্তিক কোম্পানি ক্যাসপার ‘ক্যাসপার স্লিপার’ নিয়োগ করছে। যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে এমন লোক খুঁজছে তারা। চাকরির জন্য উপযুক্ত হতে হবে এককথায় কুম্ভকর্ণ, যার পোশাকি নাম ‘প্রফেশনাল ন্যাপার’।
বিজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা এমন কর্মী নিয়োগ করতে চাইছেন, যাঁদের কাজ হবে শুধু ঘুমোনো। পাশাপাশি অল্প কিছু অন্য কাজ রয়েছে। যখন তাঁরা জেগে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্টগুলোও হতে হবে ঘুমসংক্রান্ত। পেশাদার ঘুমকাতুরে (ন্যাপার) হিসেবে ঘুমবিষয়ক ভিডিও শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু ঘুমোতে হবে অফিসে, ফলে পায়জামার মতো ঢিলেঢালা ঘরোয়া পোশাক পরে অফিসে আসতে পারবেন কর্মীরা। বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনা মূল্যে পাবেন পেশাদার ঘুমকাতুরেরা। ঘুমের এই অভিনব চাকরি পেতে হলে আগামী ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধু মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস। ক্যান্ডি কোম্পানিটি এই পদের নাম দিয়েছে ‘চিফ ক্যান্ডি অফিসার’। নির্বাচিত ওই কর্মীকে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ আগস্ট পর্যন্ত।
যখন-তখন, যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে এমন কর্মী খুঁজছে একটি মার্কিন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওই ম্যাট্রেস বা তোশক প্রস্তুতকারী কোম্পানি ভালো ঘুমোতে পারা লোক খুঁজছে বলে কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কভিত্তিক কোম্পানি ক্যাসপার ‘ক্যাসপার স্লিপার’ নিয়োগ করছে। যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে এমন লোক খুঁজছে তারা। চাকরির জন্য উপযুক্ত হতে হবে এককথায় কুম্ভকর্ণ, যার পোশাকি নাম ‘প্রফেশনাল ন্যাপার’।
বিজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা এমন কর্মী নিয়োগ করতে চাইছেন, যাঁদের কাজ হবে শুধু ঘুমোনো। পাশাপাশি অল্প কিছু অন্য কাজ রয়েছে। যখন তাঁরা জেগে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্টগুলোও হতে হবে ঘুমসংক্রান্ত। পেশাদার ঘুমকাতুরে (ন্যাপার) হিসেবে ঘুমবিষয়ক ভিডিও শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু ঘুমোতে হবে অফিসে, ফলে পায়জামার মতো ঢিলেঢালা ঘরোয়া পোশাক পরে অফিসে আসতে পারবেন কর্মীরা। বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনা মূল্যে পাবেন পেশাদার ঘুমকাতুরেরা। ঘুমের এই অভিনব চাকরি পেতে হলে আগামী ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধু মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস। ক্যান্ডি কোম্পানিটি এই পদের নাম দিয়েছে ‘চিফ ক্যান্ডি অফিসার’। নির্বাচিত ওই কর্মীকে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ আগস্ট পর্যন্ত।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে