দেহের সৌন্দর্যবর্ধন কিংবা জন্মগত ত্রুটি সারানোসহ নানা কারণেই প্লাস্টিক সার্জারি করা হয়। প্লাস্টিক সার্জারি একটি শল্য চিকিৎসা। প্লাস্টিক কথাটি এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে। এর মানে হলো পরিবর্তন করা। একটা জিনিস যেটা শরীরে আছে, সেটা পরিবর্তন করে অন্য জায়গায় ব্যবহার করা। কিন্তু এই সার্জারির নাম প্লাস্টিক কীভাবে হলো চলুন জানা যাক।
যুক্তরাষ্ট্রের ওহাইওভিত্তিক প্লাস্টিক সার্জন ডা. ব্রায়ান ডর্নারের মতে, তাঁর কাজের ক্ষেত্র সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে। বিশেষ করে এর নাম ও চিকিৎসাপদ্ধতি নিয়ে। তিনি বলেন, ‘অনেকে মনে করেন আমরা এটিকে প্লাস্টিক সার্জারি বলি, কারণ স্তন ইমপ্লান্টগুলো প্লাস্টিক থেকে তৈরি। আসলে এটি সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করে তৈরি করা হয় এবং স্যালাইন অথবা সিলিকন জেল দিয়ে পূর্ণ করা হয়।’
সবাই একমত না হলেও সিলিকনকে প্লাস্টিকের একটি প্রকার হিসেবে গণনা করা হয় বলেও জানান ডা. ব্রায়ান। এটি রাবার এবং প্লাস্টিকের মধ্যে একধরনের শংকর। তবে প্লাস্টিক সার্জারি শব্দটি স্তনে সিলিকন ইমপ্লান্টের উদ্ভাবনের কয়েক দশক আগে থেকে প্রচলিত।
প্লাস্টিক শব্দটি ল্যাটিন প্লাস্টিকাস ও গ্রিক প্লাস্টিকোস থেকে এসেছে। অভিধান অনুসারে যার অর্থ ‘নমনীয়, ছাঁচ নির্মাণের জন্য উপযুক্ত, বিভিন্ন আকার দিতে সক্ষম এমন’। ১৬ শতকের শেষ দিকে প্রথম ‘প্লাস্টিক’ শব্দটি প্রয়োগ করা হয়। অবশ্য, সে সময় প্লাস্টিক বলতে কাদামাটি বা মোম দিয়ে ছাঁচ নির্মাণ বা ভাস্কর্য শিল্পের কথা বলতেই এর প্রয়োগ করা হয়। প্লাস্টিক সার্জারি শব্দটির প্রথম লিখিত রেকর্ডটি মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের ১৮৩৭ সালে, যেখানে এটিকে ‘সার্জারির একটি শাখা হিসেবে বর্ণনা করা হয়, যেটিতে সার্জন একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠেন।’
হাজার হাজার বছর ধরেই মানুষ সৌন্দর্যের পূজারি। সাত হাজার বছর আগে প্রাচীন মিসরে গ্রামবাসীর চোখের পাতায় রং ব্যবহার করা হতো। এ থেকেই কসমেটিক সার্জারির উৎপত্তি বলে প্রচলিত। দুই হাজার বছর আগে এই উপমহাদেশেই নাকের প্লাস্টিক সার্জারি করা হতো। উদাহরণস্বরূপ, মিসরে খ্রিষ্টপূর্ব প্রায় ১২ শতকে, রামসেস দ্বিতীয়র একটি পোস্টমর্টেম নোজ জব বা নাকের প্লাস্টিক সার্জারির সন্ধান পেয়েছিলেন।
দেহের সৌন্দর্যবর্ধন কিংবা জন্মগত ত্রুটি সারানোসহ নানা কারণেই প্লাস্টিক সার্জারি করা হয়। প্লাস্টিক সার্জারি একটি শল্য চিকিৎসা। প্লাস্টিক কথাটি এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে। এর মানে হলো পরিবর্তন করা। একটা জিনিস যেটা শরীরে আছে, সেটা পরিবর্তন করে অন্য জায়গায় ব্যবহার করা। কিন্তু এই সার্জারির নাম প্লাস্টিক কীভাবে হলো চলুন জানা যাক।
যুক্তরাষ্ট্রের ওহাইওভিত্তিক প্লাস্টিক সার্জন ডা. ব্রায়ান ডর্নারের মতে, তাঁর কাজের ক্ষেত্র সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে। বিশেষ করে এর নাম ও চিকিৎসাপদ্ধতি নিয়ে। তিনি বলেন, ‘অনেকে মনে করেন আমরা এটিকে প্লাস্টিক সার্জারি বলি, কারণ স্তন ইমপ্লান্টগুলো প্লাস্টিক থেকে তৈরি। আসলে এটি সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করে তৈরি করা হয় এবং স্যালাইন অথবা সিলিকন জেল দিয়ে পূর্ণ করা হয়।’
সবাই একমত না হলেও সিলিকনকে প্লাস্টিকের একটি প্রকার হিসেবে গণনা করা হয় বলেও জানান ডা. ব্রায়ান। এটি রাবার এবং প্লাস্টিকের মধ্যে একধরনের শংকর। তবে প্লাস্টিক সার্জারি শব্দটি স্তনে সিলিকন ইমপ্লান্টের উদ্ভাবনের কয়েক দশক আগে থেকে প্রচলিত।
প্লাস্টিক শব্দটি ল্যাটিন প্লাস্টিকাস ও গ্রিক প্লাস্টিকোস থেকে এসেছে। অভিধান অনুসারে যার অর্থ ‘নমনীয়, ছাঁচ নির্মাণের জন্য উপযুক্ত, বিভিন্ন আকার দিতে সক্ষম এমন’। ১৬ শতকের শেষ দিকে প্রথম ‘প্লাস্টিক’ শব্দটি প্রয়োগ করা হয়। অবশ্য, সে সময় প্লাস্টিক বলতে কাদামাটি বা মোম দিয়ে ছাঁচ নির্মাণ বা ভাস্কর্য শিল্পের কথা বলতেই এর প্রয়োগ করা হয়। প্লাস্টিক সার্জারি শব্দটির প্রথম লিখিত রেকর্ডটি মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের ১৮৩৭ সালে, যেখানে এটিকে ‘সার্জারির একটি শাখা হিসেবে বর্ণনা করা হয়, যেটিতে সার্জন একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠেন।’
হাজার হাজার বছর ধরেই মানুষ সৌন্দর্যের পূজারি। সাত হাজার বছর আগে প্রাচীন মিসরে গ্রামবাসীর চোখের পাতায় রং ব্যবহার করা হতো। এ থেকেই কসমেটিক সার্জারির উৎপত্তি বলে প্রচলিত। দুই হাজার বছর আগে এই উপমহাদেশেই নাকের প্লাস্টিক সার্জারি করা হতো। উদাহরণস্বরূপ, মিসরে খ্রিষ্টপূর্ব প্রায় ১২ শতকে, রামসেস দ্বিতীয়র একটি পোস্টমর্টেম নোজ জব বা নাকের প্লাস্টিক সার্জারির সন্ধান পেয়েছিলেন।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৫ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৩ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৪ দিন আগে