‘গঠনের দিক থেকে নিখুঁত’ সবচেয়ে বড় নীল হীরাটির দাম নিলামে উঠতে পারে ৫ কোটি ডলার (৫৫০ কোটি টাকার কাছাকাছি)। এমনটি আশা করছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স। ৭ নভেম্বর সুইজারল্যান্ডের বিরল রত্নের এক নিলামে এটি তোলা হবে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
‘ব্লু রয়্যাল’ নামে পরিচিত এই উজ্জ্বল নীল রঙের হীরাটি একটি আংটিতে বসানো আছে। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া বিরল হীরাগুলোর একটি।
‘ব্লু রয়্যালকে এমন বিরল এবং বিশেষ করে তোলার মূলে এর আকার। এটি ১৭ দশমিক ৬ ক্যারেটের। এ ধরনের হীরার মধ্যে এটি সবচেয়ে বড়।’ বলেছেন ক্রিস্টি’সের জুয়েলারি বা গয়নার আন্তর্জাতিক শাখাপ্রধান রাহুল কাদাকিয়া।
‘এর রং প্রাকৃতিকভাবে খুব সমৃদ্ধ এবং এটি গঠনের দিক থেকে যতটা হওয়া সম্ভব ততটাই নিখুঁত।’ বলেন রাহুল।
২০১৬ সালে ক্রিস্টি’স ‘ওপেনহাইমার ব্লু’ নাম পরিচিত ১৪ দশমিক ৬ ক্যারটের একটি নীল হীরা বিক্রি করে ৫ কোটি ৭০ লাখ ডলারে।
‘আমরা আশা করছি, ওপেনহাইমারকে হারিয়ে দেবে এটি।’ ব্লু রয়্যালের ব্যাপারে বলেন কাদাকিয়া।
তিনি আরও বলেন, ‘আমরা সারা বিশ্বে, এশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে রত্নটি নিয়ে ভ্রমণ করেছি এবং বিশ্বব্যাপী সংগ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।’
৩ নভেম্বর শুরু হওয়া এবং ১৬ নভেম্বর শেষ হবে একটি পৃথক অনলাইন নিলামে, ১৯৫৩ সালের ‘রোমান হলিডে’ চলচ্চিত্রের চূড়ান্ত দৃশ্যে বিখ্যাত অভিনেত্রী অড্রে হেপবার্নের পরিহিত একটি মুক্তার হার তোলা হয়েছে।
‘আমরা এটির দাম ধরেছি ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার, তাই এটি বেশ যুক্তিসংগত।’ বলেন কাদাকিয়া, ‘যে কারোরই অড্রে হেপবার্ন হয়ে যাওয়ার সুযোগ থাকছে।’
ক্রিস্টি ১৯৭৯ সালের ছবি ‘এপোকেলিপস নাও’-এ মার্লন ব্র্যান্ডোর পরা একটি রোলেক্স ঘড়িও উঠেছে ওই নিলামে। ঘড়িটির পেছনে অভিনেতার স্বাক্ষর আছে।
দুই বছর আগে ঘড়িটি একটি নিলামে ২০ লাখ সুইস ফ্রাঙ্কে (২২ লাখ ডলার) বিক্রি হয়েছিল। এখন এর দাম ধরা হয়েছে ১০ থেকে ২০ লাখ সুইস ফ্রাঙ্ক।
‘অসাধারণ দুই অভিনেতা-অভিনেত্রীর ব্যবহার করা দুটি জিনিস পাওয়া—মার্লন ব্র্যান্ডোর রোলেক্স এবং অড্রে হেপবার্নের একটি নেকলেস অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা।’ বলেন ক্রিস্টি’সের ইউরোপের ঘড়ি শাখার প্রধান রেমি গুইলেমিন।
‘গঠনের দিক থেকে নিখুঁত’ সবচেয়ে বড় নীল হীরাটির দাম নিলামে উঠতে পারে ৫ কোটি ডলার (৫৫০ কোটি টাকার কাছাকাছি)। এমনটি আশা করছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স। ৭ নভেম্বর সুইজারল্যান্ডের বিরল রত্নের এক নিলামে এটি তোলা হবে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
‘ব্লু রয়্যাল’ নামে পরিচিত এই উজ্জ্বল নীল রঙের হীরাটি একটি আংটিতে বসানো আছে। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া বিরল হীরাগুলোর একটি।
‘ব্লু রয়্যালকে এমন বিরল এবং বিশেষ করে তোলার মূলে এর আকার। এটি ১৭ দশমিক ৬ ক্যারেটের। এ ধরনের হীরার মধ্যে এটি সবচেয়ে বড়।’ বলেছেন ক্রিস্টি’সের জুয়েলারি বা গয়নার আন্তর্জাতিক শাখাপ্রধান রাহুল কাদাকিয়া।
‘এর রং প্রাকৃতিকভাবে খুব সমৃদ্ধ এবং এটি গঠনের দিক থেকে যতটা হওয়া সম্ভব ততটাই নিখুঁত।’ বলেন রাহুল।
২০১৬ সালে ক্রিস্টি’স ‘ওপেনহাইমার ব্লু’ নাম পরিচিত ১৪ দশমিক ৬ ক্যারটের একটি নীল হীরা বিক্রি করে ৫ কোটি ৭০ লাখ ডলারে।
‘আমরা আশা করছি, ওপেনহাইমারকে হারিয়ে দেবে এটি।’ ব্লু রয়্যালের ব্যাপারে বলেন কাদাকিয়া।
তিনি আরও বলেন, ‘আমরা সারা বিশ্বে, এশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে রত্নটি নিয়ে ভ্রমণ করেছি এবং বিশ্বব্যাপী সংগ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।’
৩ নভেম্বর শুরু হওয়া এবং ১৬ নভেম্বর শেষ হবে একটি পৃথক অনলাইন নিলামে, ১৯৫৩ সালের ‘রোমান হলিডে’ চলচ্চিত্রের চূড়ান্ত দৃশ্যে বিখ্যাত অভিনেত্রী অড্রে হেপবার্নের পরিহিত একটি মুক্তার হার তোলা হয়েছে।
‘আমরা এটির দাম ধরেছি ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার, তাই এটি বেশ যুক্তিসংগত।’ বলেন কাদাকিয়া, ‘যে কারোরই অড্রে হেপবার্ন হয়ে যাওয়ার সুযোগ থাকছে।’
ক্রিস্টি ১৯৭৯ সালের ছবি ‘এপোকেলিপস নাও’-এ মার্লন ব্র্যান্ডোর পরা একটি রোলেক্স ঘড়িও উঠেছে ওই নিলামে। ঘড়িটির পেছনে অভিনেতার স্বাক্ষর আছে।
দুই বছর আগে ঘড়িটি একটি নিলামে ২০ লাখ সুইস ফ্রাঙ্কে (২২ লাখ ডলার) বিক্রি হয়েছিল। এখন এর দাম ধরা হয়েছে ১০ থেকে ২০ লাখ সুইস ফ্রাঙ্ক।
‘অসাধারণ দুই অভিনেতা-অভিনেত্রীর ব্যবহার করা দুটি জিনিস পাওয়া—মার্লন ব্র্যান্ডোর রোলেক্স এবং অড্রে হেপবার্নের একটি নেকলেস অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা।’ বলেন ক্রিস্টি’সের ইউরোপের ঘড়ি শাখার প্রধান রেমি গুইলেমিন।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
৩ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে