Ajker Patrika

ভুল করে একজনের অ্যাকাউন্টে আড়াই লাখ ডলার পাঠাল গুগল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫: ২৪
ভুল করে একজনের অ্যাকাউন্টে আড়াই লাখ ডলার পাঠাল গুগল

গুগলের ভুলে যুক্তরাষ্ট্রের ওমাহার স্যাম কারি নামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার প্রবেশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্যাম কারি ওমাহায় ইউগা ল্যাবের একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আকস্মিক অর্থ পাওয়ার পর স্থানীয় সময় বুধবার গুগলকে ট্যাগ করে এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘গুগল হুট করে আমার ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ ডলার পাঠানোর পর তিন সপ্তাহ পেরিয়ে গেল। এ নিয়ে এখনো তাদের কাছ থেকে কোনো সাড়া পেলাম না। গুগলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি? এরপর তিনি ব্র্যাকেটে লিখেছেন, আপনারা এটা ফেরত না নিতে চাইলেও আপত্তি নেই...।

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাম কারি গুগলের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের সফটওয়্যারের যাবতীয় সমস্যা খুঁজে বের করে দেওয়ার কাজ করেন।

আরেক গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাম বলেছেন, গুগল এই অর্থ ফেরত চাইতে পারে ভেবে তিনি আপাতত সেগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। স্যাম চাইলে তা নিজের কাজে ব্যবহার করতে পারতেন। এ বিষয়ে স্যাম আরও জানান, গুগল যদি এখনই তাঁর সঙ্গে যোগাযোগ না করে, তাহলে হয়তো ট্যাক্স এড়ানোর জন্য এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে।

এ ব্যাপারে গুগলের এক কর্মকর্তা এনপিআরকে বলেছেন, ‘সম্প্রতি আমাদের দলটি নিজেদের ভুলের কারণেই ভুল ব্যক্তির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। ভুলটি সংশোধনের জন্য আমরা কাজ করছি।’

গুগল ওই অর্থ ফেরত পেতে আগ্রহ প্রকাশ করেছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

গুগলে এ ধরনের ভুল সচরাচর ঘটে কি না এবং তা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন স্যাম। বৃহস্পতিবার বিকেলে স্যাম জানিয়েছেন, ওই অর্থ তাঁর অ্যাকাউন্টেই রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত