চুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের শুরুতে জঁ-ডেভিড ই নামে এক ব্যক্তির গাড়ি থেকে তাঁর ব্যাকপ্যাকটি চুরি হয়। ব্যাগে ব্যাংক কার্ডসহ অন্যান্য নথিপত্র ছিল। ব্যাকপ্যাক হারানোর বিষয়টি টের পেয়ে ব্যাংকে ফোন দিয়ে কার্ড ব্লক করতে বলেন জঁ-ডেভিড। এ সময় তিনি জানতে পারেন, এরই মধ্যে কার্ডটি স্থানীয় একটি দোকানে ব্যবহৃত হয়েছে।
দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গৃহহীন দুই ব্যক্তি ওই কার্ডটি ব্যবহার করে একটি স্ক্র্যাচ-অফ লটারি কিনেছিল। লটারিটিতে তাঁরা প্রায় ৫ লাখ ইউরো জিতে যায়। এ খুশি তাঁরা নিজেদের জিনিসপত্র ফেলে ছুটতে ছুটতে চলে যায়।
এ খবর পাওয়ার পর জঁ-ডেভিড ওই চোরদের সন্ধানে উঠেপড়ে লেগেছেন। তিনি তাঁদের সঙ্গে লটারিতে পাওয়া টাকা ভাগ করার প্রস্তাব দিয়েছেন। তিনি তার ওয়ালেটও ফিরে পেতে চান।
কিন্তু ফ্রান্সের ‘সবচেয়ে বিখ্যাত পলাতক’ খ্যাতি পাওয়া চোরদের এখনো সন্ধান মেলেনি। গতকাল শনিবার ফরাসি লটারি প্রতিষ্ঠান লা ফ্রাঁসেইজ ডে জু (এফডিজে) জানায়, ওই লটারির টিকিটটি নিয়ে কেউ এখনো আসেনি।
জঁ-ডেভিডের আইনজীবী পিয়েরে ডেবুইসন এপিকে বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য গল্প, তবে এটি পুরোপুরি সত্য।’
জঁ-ডেভিড চুরির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তবে তিনি বলেছেন, যদি চোরেরা তাঁর সঙ্গে যোগাযোগ করে টাকার ভাগ দিতে রাজি হয়, তাহলে তিনি অভিযোগ প্রত্যাহার করে নিতে প্রস্তুত।
জঁ-ডেভিডের আইনজীবী বলেন, প্রসিকিউটররা লটারির টাকাগুলো বাজেয়াপ্ত করার চেষ্টা করতে পারেন, যেহেতু এগুলো অবৈধভাবে প্রাপ্ত অর্থ হতে পারে।
আইনজীবী ডেবুইসন গত বৃহস্পতিবার একটি সুযোগ দিয়েছেন, যাতে অপরাধীরা তার অফিসে যোগাযোগ করে। তিনি বলেন, ‘তোমরা কিছু হারাবে না। আমরা তোমাদের সঙ্গে ভাগ করব। তোমরা তোমাদের জীবন বদলে ফেলতে পারবে।’
টিকিটটি জমা দিয়ে টাকা নেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে এ সতর্কতাও দেন তিনি। ডেবুইসন বলেন, ‘সময় আমাদের বিপক্ষে কাজ করছে।’
চুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের শুরুতে জঁ-ডেভিড ই নামে এক ব্যক্তির গাড়ি থেকে তাঁর ব্যাকপ্যাকটি চুরি হয়। ব্যাগে ব্যাংক কার্ডসহ অন্যান্য নথিপত্র ছিল। ব্যাকপ্যাক হারানোর বিষয়টি টের পেয়ে ব্যাংকে ফোন দিয়ে কার্ড ব্লক করতে বলেন জঁ-ডেভিড। এ সময় তিনি জানতে পারেন, এরই মধ্যে কার্ডটি স্থানীয় একটি দোকানে ব্যবহৃত হয়েছে।
দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গৃহহীন দুই ব্যক্তি ওই কার্ডটি ব্যবহার করে একটি স্ক্র্যাচ-অফ লটারি কিনেছিল। লটারিটিতে তাঁরা প্রায় ৫ লাখ ইউরো জিতে যায়। এ খুশি তাঁরা নিজেদের জিনিসপত্র ফেলে ছুটতে ছুটতে চলে যায়।
এ খবর পাওয়ার পর জঁ-ডেভিড ওই চোরদের সন্ধানে উঠেপড়ে লেগেছেন। তিনি তাঁদের সঙ্গে লটারিতে পাওয়া টাকা ভাগ করার প্রস্তাব দিয়েছেন। তিনি তার ওয়ালেটও ফিরে পেতে চান।
কিন্তু ফ্রান্সের ‘সবচেয়ে বিখ্যাত পলাতক’ খ্যাতি পাওয়া চোরদের এখনো সন্ধান মেলেনি। গতকাল শনিবার ফরাসি লটারি প্রতিষ্ঠান লা ফ্রাঁসেইজ ডে জু (এফডিজে) জানায়, ওই লটারির টিকিটটি নিয়ে কেউ এখনো আসেনি।
জঁ-ডেভিডের আইনজীবী পিয়েরে ডেবুইসন এপিকে বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য গল্প, তবে এটি পুরোপুরি সত্য।’
জঁ-ডেভিড চুরির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তবে তিনি বলেছেন, যদি চোরেরা তাঁর সঙ্গে যোগাযোগ করে টাকার ভাগ দিতে রাজি হয়, তাহলে তিনি অভিযোগ প্রত্যাহার করে নিতে প্রস্তুত।
জঁ-ডেভিডের আইনজীবী বলেন, প্রসিকিউটররা লটারির টাকাগুলো বাজেয়াপ্ত করার চেষ্টা করতে পারেন, যেহেতু এগুলো অবৈধভাবে প্রাপ্ত অর্থ হতে পারে।
আইনজীবী ডেবুইসন গত বৃহস্পতিবার একটি সুযোগ দিয়েছেন, যাতে অপরাধীরা তার অফিসে যোগাযোগ করে। তিনি বলেন, ‘তোমরা কিছু হারাবে না। আমরা তোমাদের সঙ্গে ভাগ করব। তোমরা তোমাদের জীবন বদলে ফেলতে পারবে।’
টিকিটটি জমা দিয়ে টাকা নেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে এ সতর্কতাও দেন তিনি। ডেবুইসন বলেন, ‘সময় আমাদের বিপক্ষে কাজ করছে।’
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৭ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
৯ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৫ দিন আগে