চুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের শুরুতে জঁ-ডেভিড ই নামে এক ব্যক্তির গাড়ি থেকে তাঁর ব্যাকপ্যাকটি চুরি হয়। ব্যাগে ব্যাংক কার্ডসহ অন্যান্য নথিপত্র ছিল। ব্যাকপ্যাক হারানোর বিষয়টি টের পেয়ে ব্যাংকে ফোন দিয়ে কার্ড ব্লক করতে বলেন জঁ-ডেভিড। এ সময় তিনি জানতে পারেন, এরই মধ্যে কার্ডটি স্থানীয় একটি দোকানে ব্যবহৃত হয়েছে।
দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গৃহহীন দুই ব্যক্তি ওই কার্ডটি ব্যবহার করে একটি স্ক্র্যাচ-অফ লটারি কিনেছিল। লটারিটিতে তাঁরা প্রায় ৫ লাখ ইউরো জিতে যায়। এ খুশি তাঁরা নিজেদের জিনিসপত্র ফেলে ছুটতে ছুটতে চলে যায়।
এ খবর পাওয়ার পর জঁ-ডেভিড ওই চোরদের সন্ধানে উঠেপড়ে লেগেছেন। তিনি তাঁদের সঙ্গে লটারিতে পাওয়া টাকা ভাগ করার প্রস্তাব দিয়েছেন। তিনি তার ওয়ালেটও ফিরে পেতে চান।
কিন্তু ফ্রান্সের ‘সবচেয়ে বিখ্যাত পলাতক’ খ্যাতি পাওয়া চোরদের এখনো সন্ধান মেলেনি। গতকাল শনিবার ফরাসি লটারি প্রতিষ্ঠান লা ফ্রাঁসেইজ ডে জু (এফডিজে) জানায়, ওই লটারির টিকিটটি নিয়ে কেউ এখনো আসেনি।
জঁ-ডেভিডের আইনজীবী পিয়েরে ডেবুইসন এপিকে বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য গল্প, তবে এটি পুরোপুরি সত্য।’
জঁ-ডেভিড চুরির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তবে তিনি বলেছেন, যদি চোরেরা তাঁর সঙ্গে যোগাযোগ করে টাকার ভাগ দিতে রাজি হয়, তাহলে তিনি অভিযোগ প্রত্যাহার করে নিতে প্রস্তুত।
জঁ-ডেভিডের আইনজীবী বলেন, প্রসিকিউটররা লটারির টাকাগুলো বাজেয়াপ্ত করার চেষ্টা করতে পারেন, যেহেতু এগুলো অবৈধভাবে প্রাপ্ত অর্থ হতে পারে।
আইনজীবী ডেবুইসন গত বৃহস্পতিবার একটি সুযোগ দিয়েছেন, যাতে অপরাধীরা তার অফিসে যোগাযোগ করে। তিনি বলেন, ‘তোমরা কিছু হারাবে না। আমরা তোমাদের সঙ্গে ভাগ করব। তোমরা তোমাদের জীবন বদলে ফেলতে পারবে।’
টিকিটটি জমা দিয়ে টাকা নেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে এ সতর্কতাও দেন তিনি। ডেবুইসন বলেন, ‘সময় আমাদের বিপক্ষে কাজ করছে।’
চুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের শুরুতে জঁ-ডেভিড ই নামে এক ব্যক্তির গাড়ি থেকে তাঁর ব্যাকপ্যাকটি চুরি হয়। ব্যাগে ব্যাংক কার্ডসহ অন্যান্য নথিপত্র ছিল। ব্যাকপ্যাক হারানোর বিষয়টি টের পেয়ে ব্যাংকে ফোন দিয়ে কার্ড ব্লক করতে বলেন জঁ-ডেভিড। এ সময় তিনি জানতে পারেন, এরই মধ্যে কার্ডটি স্থানীয় একটি দোকানে ব্যবহৃত হয়েছে।
দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গৃহহীন দুই ব্যক্তি ওই কার্ডটি ব্যবহার করে একটি স্ক্র্যাচ-অফ লটারি কিনেছিল। লটারিটিতে তাঁরা প্রায় ৫ লাখ ইউরো জিতে যায়। এ খুশি তাঁরা নিজেদের জিনিসপত্র ফেলে ছুটতে ছুটতে চলে যায়।
এ খবর পাওয়ার পর জঁ-ডেভিড ওই চোরদের সন্ধানে উঠেপড়ে লেগেছেন। তিনি তাঁদের সঙ্গে লটারিতে পাওয়া টাকা ভাগ করার প্রস্তাব দিয়েছেন। তিনি তার ওয়ালেটও ফিরে পেতে চান।
কিন্তু ফ্রান্সের ‘সবচেয়ে বিখ্যাত পলাতক’ খ্যাতি পাওয়া চোরদের এখনো সন্ধান মেলেনি। গতকাল শনিবার ফরাসি লটারি প্রতিষ্ঠান লা ফ্রাঁসেইজ ডে জু (এফডিজে) জানায়, ওই লটারির টিকিটটি নিয়ে কেউ এখনো আসেনি।
জঁ-ডেভিডের আইনজীবী পিয়েরে ডেবুইসন এপিকে বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য গল্প, তবে এটি পুরোপুরি সত্য।’
জঁ-ডেভিড চুরির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তবে তিনি বলেছেন, যদি চোরেরা তাঁর সঙ্গে যোগাযোগ করে টাকার ভাগ দিতে রাজি হয়, তাহলে তিনি অভিযোগ প্রত্যাহার করে নিতে প্রস্তুত।
জঁ-ডেভিডের আইনজীবী বলেন, প্রসিকিউটররা লটারির টাকাগুলো বাজেয়াপ্ত করার চেষ্টা করতে পারেন, যেহেতু এগুলো অবৈধভাবে প্রাপ্ত অর্থ হতে পারে।
আইনজীবী ডেবুইসন গত বৃহস্পতিবার একটি সুযোগ দিয়েছেন, যাতে অপরাধীরা তার অফিসে যোগাযোগ করে। তিনি বলেন, ‘তোমরা কিছু হারাবে না। আমরা তোমাদের সঙ্গে ভাগ করব। তোমরা তোমাদের জীবন বদলে ফেলতে পারবে।’
টিকিটটি জমা দিয়ে টাকা নেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে এ সতর্কতাও দেন তিনি। ডেবুইসন বলেন, ‘সময় আমাদের বিপক্ষে কাজ করছে।’
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
২ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৩ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৬ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৭ দিন আগে