পাহারার জন্য হাঁস ব্যবহার করার কথা শুনেছেন কখনো? তাও যদি হয় সেটি একটি কারাগার। এই কাণ্ডটি করেছে ব্রাজিলের একটি কারাগার। তারা সম্প্রতি প্রহরী কুকুরের বদলে হাঁসের একটি পালকে নজরদারিতে কারারক্ষীদের সাহায্য করার কাজে লাগিয়েছে।
ব্রাজিলের এই কারাগারটির অবস্থান সান্তা ক্যান্টারিনা রাজ্যে। কারা কর্তৃপক্ষের দাবি হাঁসেরা অদ্ভুত বা অপরিচিত কোনো শব্দ যেমন কেউ পালানোর চেষ্টা করলে জোরে ডাকতে শুরু করে।
এই আধুনিক যুগে কারাগারগুলোতে অত্যাধুনিক শনাক্তকরণ ব্যবস্থা থাকে স্বাভাবিকভাবেই। এটি কর্তৃপক্ষকে টের পেতে না দিয়ে বন্দীদের পালানো খুব কঠিন করে তোলে। তবুও প্রযুক্তিগত অগ্রগতির মধ্যেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকা দোষের কিছু নয়। অত্যাধুনিক যন্ত্র কোনো কারণে ব্যর্থ হলে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগে।
কারারক্ষীর পাশাপাশি এ ক্ষেত্রে গার্ড ডগ বা প্রহরী কুকুরের ব্যবহার বেশ স্বাভাবিক দৃশ্য। তবে কোনো কোনো কারাগার কিছুটা অস্বাভাবিক বিকল্পও ব্যবহার করে।
উদাহরণ হিসেবে ব্রাজিলের কিছু কারাগারে প্রহরী কুকুরের পরিবর্তে হাঁস ব্যবহার করা হয়। কারা কর্তৃপক্ষের দাবি এটা যে শুধু কার্যকরী তা নয়, এদের রক্ষণাবেক্ষণের খরচও কম। হাঁস খুব ভালো শ্রবণশক্তির অধিকারী এবং যখনই তারা অদ্ভুত শব্দ শনাক্ত করতে পারে তখনই বিকট আওয়াজ করে কারারক্ষীদের সতর্ক করবে।
আর সম্প্রতি হাঁসের প্রতি আস্থা রাখা কারাগারগুলোর তালিকায় যুক্ত হয়েছে সাও পেদ্রো ডি আলকানতারা নামের কারাগারটি। ২০ ডিসেম্বর থেকে এর ভেতরে ঘুরে বেড়াতে দেখা যায় হাঁসের একটি পালকে। কুকুরপ্রহরীদের জায়গা দখল করেছে তারা।
‘আমাদের ইলেকট্রনিক নজরদারি, ব্যক্তিগত নজরদারির পাশাপাশি হাঁসের মাধ্যমে নজরদারির ব্যবস্থা আছে, যারা কুকুরের জায়গা দখল করেছে।’ রয়টার্সকে বলেন কারাগারটির পরিচালক মার্কোস রবার্তো দি সুজা, ‘রাতের সময়টা খুব শান্ত। এমনকি দিনের বেলাতেও এটি একটি খুব নীরব জায়গা। এ ধরনের জায়গা হাঁসের নজরদারির জন্য আদর্শ।’
কারাগারের ভেতরের বেড়া এবং এর বাইরের প্রধান প্রাচীরের মধ্যের জায়গাটি টহল দেয় এই হাঁসপ্রহরীরা।
ব্রাজিলের কারাগারগুলোতে পালানোর চেষ্টা করা কয়েদিদের ওপর নজরদারির জন্য রাজহাঁসের ব্যবহার শুরু হয় অন্তত ১২ বছর আগে। ২০১১ সালে সাও পাওলোর সোবরাল কারাগার সন্দেহজনক গতিবিধির ব্যাপারে কারারক্ষীদের সতর্ক করার জন্য প্রথম হাঁসপ্রহরী ব্যবহার করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোড়ন তোলে।
পাহারার জন্য হাঁস ব্যবহার করার কথা শুনেছেন কখনো? তাও যদি হয় সেটি একটি কারাগার। এই কাণ্ডটি করেছে ব্রাজিলের একটি কারাগার। তারা সম্প্রতি প্রহরী কুকুরের বদলে হাঁসের একটি পালকে নজরদারিতে কারারক্ষীদের সাহায্য করার কাজে লাগিয়েছে।
ব্রাজিলের এই কারাগারটির অবস্থান সান্তা ক্যান্টারিনা রাজ্যে। কারা কর্তৃপক্ষের দাবি হাঁসেরা অদ্ভুত বা অপরিচিত কোনো শব্দ যেমন কেউ পালানোর চেষ্টা করলে জোরে ডাকতে শুরু করে।
এই আধুনিক যুগে কারাগারগুলোতে অত্যাধুনিক শনাক্তকরণ ব্যবস্থা থাকে স্বাভাবিকভাবেই। এটি কর্তৃপক্ষকে টের পেতে না দিয়ে বন্দীদের পালানো খুব কঠিন করে তোলে। তবুও প্রযুক্তিগত অগ্রগতির মধ্যেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকা দোষের কিছু নয়। অত্যাধুনিক যন্ত্র কোনো কারণে ব্যর্থ হলে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগে।
কারারক্ষীর পাশাপাশি এ ক্ষেত্রে গার্ড ডগ বা প্রহরী কুকুরের ব্যবহার বেশ স্বাভাবিক দৃশ্য। তবে কোনো কোনো কারাগার কিছুটা অস্বাভাবিক বিকল্পও ব্যবহার করে।
উদাহরণ হিসেবে ব্রাজিলের কিছু কারাগারে প্রহরী কুকুরের পরিবর্তে হাঁস ব্যবহার করা হয়। কারা কর্তৃপক্ষের দাবি এটা যে শুধু কার্যকরী তা নয়, এদের রক্ষণাবেক্ষণের খরচও কম। হাঁস খুব ভালো শ্রবণশক্তির অধিকারী এবং যখনই তারা অদ্ভুত শব্দ শনাক্ত করতে পারে তখনই বিকট আওয়াজ করে কারারক্ষীদের সতর্ক করবে।
আর সম্প্রতি হাঁসের প্রতি আস্থা রাখা কারাগারগুলোর তালিকায় যুক্ত হয়েছে সাও পেদ্রো ডি আলকানতারা নামের কারাগারটি। ২০ ডিসেম্বর থেকে এর ভেতরে ঘুরে বেড়াতে দেখা যায় হাঁসের একটি পালকে। কুকুরপ্রহরীদের জায়গা দখল করেছে তারা।
‘আমাদের ইলেকট্রনিক নজরদারি, ব্যক্তিগত নজরদারির পাশাপাশি হাঁসের মাধ্যমে নজরদারির ব্যবস্থা আছে, যারা কুকুরের জায়গা দখল করেছে।’ রয়টার্সকে বলেন কারাগারটির পরিচালক মার্কোস রবার্তো দি সুজা, ‘রাতের সময়টা খুব শান্ত। এমনকি দিনের বেলাতেও এটি একটি খুব নীরব জায়গা। এ ধরনের জায়গা হাঁসের নজরদারির জন্য আদর্শ।’
কারাগারের ভেতরের বেড়া এবং এর বাইরের প্রধান প্রাচীরের মধ্যের জায়গাটি টহল দেয় এই হাঁসপ্রহরীরা।
ব্রাজিলের কারাগারগুলোতে পালানোর চেষ্টা করা কয়েদিদের ওপর নজরদারির জন্য রাজহাঁসের ব্যবহার শুরু হয় অন্তত ১২ বছর আগে। ২০১১ সালে সাও পাওলোর সোবরাল কারাগার সন্দেহজনক গতিবিধির ব্যাপারে কারারক্ষীদের সতর্ক করার জন্য প্রথম হাঁসপ্রহরী ব্যবহার করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোড়ন তোলে।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২১ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে