Ajker Patrika

একই কুপন নম্বরে এক বছরেই তিন লটারিতে জিতলেন দেড় লাখ ডলার

একই কুপন নম্বরে এক বছরেই তিন লটারিতে জিতলেন দেড় লাখ ডলার

এক বছরেরও কম সময়ের মধ্যে একই কুপন নম্বরে তৃতীয়বারের মতো লটারি জিতেছেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। বিষয়টি কাকতালীয় হলেও এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। 

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে (১৩ এপ্রিল) তিনি লটারিতে ৫০ হাজার ডলার জেতেন। তাঁর হাতে তুলে দেওয়া পুরস্কারে লেখা ছিল, ‘বিগ উইনার’। এই নামেই তাঁকে সবাই চেনে। একই কুপন নম্বর দিয়ে এর আগে তিনি আরও দুবার লটারি জিতেছেন। ২০২২ সালের ১৮ মে পৃথক দুটি লটারিতে তিনি মোট ১ লাখ ডলার জিতেন। তাঁর সেই সৌভাগ্যের কুপন নম্বরটি হলো—৪৮৫৪৮। 

লটারি জেতা এই ব্যক্তি ম্যারিল্যান্ডের আয়োজকদের জানান, গত বছরও একই কুপন নম্বরের টিকিট কিনেছিলেন, এ বছরও সেটিতেই লটারি লেগে গেল। তিনি ভবিষ্যতে আরও লটারিতে অংশ নেবেন বলেও জানান। 

ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছিল, এবারও এই নম্বর দিয়েই লটারিতে অংশ নাও। পরে এই কুপন নম্বরেই আমরা অংশ নিই এবং জিতি।’ 

সর্বশেষে ওই সৌভাগ্যের নম্বরটি সংবলিত টিকিট কেনার পর অনেক প্রতিযোগীই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বলে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

লটারি জেতা এই ব্যক্তি পেশায় ট্রাক চালক। লটারির টাকায় তিনি ও তাঁর স্ত্রী অবকাশ যাপনে যাবেন বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত