এক বছরেরও কম সময়ের মধ্যে একই কুপন নম্বরে তৃতীয়বারের মতো লটারি জিতেছেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। বিষয়টি কাকতালীয় হলেও এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে (১৩ এপ্রিল) তিনি লটারিতে ৫০ হাজার ডলার জেতেন। তাঁর হাতে তুলে দেওয়া পুরস্কারে লেখা ছিল, ‘বিগ উইনার’। এই নামেই তাঁকে সবাই চেনে। একই কুপন নম্বর দিয়ে এর আগে তিনি আরও দুবার লটারি জিতেছেন। ২০২২ সালের ১৮ মে পৃথক দুটি লটারিতে তিনি মোট ১ লাখ ডলার জিতেন। তাঁর সেই সৌভাগ্যের কুপন নম্বরটি হলো—৪৮৫৪৮।
লটারি জেতা এই ব্যক্তি ম্যারিল্যান্ডের আয়োজকদের জানান, গত বছরও একই কুপন নম্বরের টিকিট কিনেছিলেন, এ বছরও সেটিতেই লটারি লেগে গেল। তিনি ভবিষ্যতে আরও লটারিতে অংশ নেবেন বলেও জানান।
ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছিল, এবারও এই নম্বর দিয়েই লটারিতে অংশ নাও। পরে এই কুপন নম্বরেই আমরা অংশ নিই এবং জিতি।’
সর্বশেষে ওই সৌভাগ্যের নম্বরটি সংবলিত টিকিট কেনার পর অনেক প্রতিযোগীই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বলে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লটারি জেতা এই ব্যক্তি পেশায় ট্রাক চালক। লটারির টাকায় তিনি ও তাঁর স্ত্রী অবকাশ যাপনে যাবেন বলে জানিয়েছেন।
এক বছরেরও কম সময়ের মধ্যে একই কুপন নম্বরে তৃতীয়বারের মতো লটারি জিতেছেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। বিষয়টি কাকতালীয় হলেও এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে (১৩ এপ্রিল) তিনি লটারিতে ৫০ হাজার ডলার জেতেন। তাঁর হাতে তুলে দেওয়া পুরস্কারে লেখা ছিল, ‘বিগ উইনার’। এই নামেই তাঁকে সবাই চেনে। একই কুপন নম্বর দিয়ে এর আগে তিনি আরও দুবার লটারি জিতেছেন। ২০২২ সালের ১৮ মে পৃথক দুটি লটারিতে তিনি মোট ১ লাখ ডলার জিতেন। তাঁর সেই সৌভাগ্যের কুপন নম্বরটি হলো—৪৮৫৪৮।
লটারি জেতা এই ব্যক্তি ম্যারিল্যান্ডের আয়োজকদের জানান, গত বছরও একই কুপন নম্বরের টিকিট কিনেছিলেন, এ বছরও সেটিতেই লটারি লেগে গেল। তিনি ভবিষ্যতে আরও লটারিতে অংশ নেবেন বলেও জানান।
ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছিল, এবারও এই নম্বর দিয়েই লটারিতে অংশ নাও। পরে এই কুপন নম্বরেই আমরা অংশ নিই এবং জিতি।’
সর্বশেষে ওই সৌভাগ্যের নম্বরটি সংবলিত টিকিট কেনার পর অনেক প্রতিযোগীই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বলে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লটারি জেতা এই ব্যক্তি পেশায় ট্রাক চালক। লটারির টাকায় তিনি ও তাঁর স্ত্রী অবকাশ যাপনে যাবেন বলে জানিয়েছেন।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২১ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে