ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—
জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়।
চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা।
দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্যাপন করে।
ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়।
ডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।
ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—
জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়।
চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা।
দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্যাপন করে।
ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়।
ডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৪ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৩ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৪ দিন আগে