যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
এনডিটিভি জানিয়েছে, মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নে কয়েকটি সংখ্যা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।
তবে সুযোগটি প্রায় হারাতে বসেছিলেন তিনি। কারণ, নিজের ভুবনে ডুব দিয়ে লটারির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি দেরি করছিলাম এবং প্রায় ভুলেই গিয়েছিলাম খেলতে। কিন্তু এটা জানতাম, স্বপ্নের সেই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই খেলতে হবে।’
অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যার ড্রতে সেই টিকিটই ৫০ হাজার ডলার জিতে নেয়। বিজয়ী নারী তাঁর স্বামীকে সংবাদটি জানালে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না।
এ বিষয়ে নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী যখন দেখালেন, তখনো মনে হচ্ছিল, সত্যি নয়। তবে ভাগ্যের ছোঁয়া যখন আসে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হয়। আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম।’
লটারির অর্থ কীভাবে খরচ করবেন, তা নিয়ে পরিকল্পনা করছেন এই দম্পতি। এবারের বড়দিনে তাঁরা অবশ্য নাতি-নাতনিদের জন্য একটু বাড়তি উপহার কিনে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
এনডিটিভি জানিয়েছে, মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নে কয়েকটি সংখ্যা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।
তবে সুযোগটি প্রায় হারাতে বসেছিলেন তিনি। কারণ, নিজের ভুবনে ডুব দিয়ে লটারির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি দেরি করছিলাম এবং প্রায় ভুলেই গিয়েছিলাম খেলতে। কিন্তু এটা জানতাম, স্বপ্নের সেই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই খেলতে হবে।’
অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যার ড্রতে সেই টিকিটই ৫০ হাজার ডলার জিতে নেয়। বিজয়ী নারী তাঁর স্বামীকে সংবাদটি জানালে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না।
এ বিষয়ে নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী যখন দেখালেন, তখনো মনে হচ্ছিল, সত্যি নয়। তবে ভাগ্যের ছোঁয়া যখন আসে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হয়। আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম।’
লটারির অর্থ কীভাবে খরচ করবেন, তা নিয়ে পরিকল্পনা করছেন এই দম্পতি। এবারের বড়দিনে তাঁরা অবশ্য নাতি-নাতনিদের জন্য একটু বাড়তি উপহার কিনে দিয়েছেন।
ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় হাঁ বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
৩ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৪ দিন আগে