গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে মানুষের যুদ্ধ নিয়ে অনেক গা হিম করা গল্প রয়েছে। হলিউডের সিনেমাগুলোতে হাঙরকে উপস্থাপন করা হয়েছে পৈশাচিক এক দানব হিসেবে। সবার মনে বদ্ধমূল ধারণা, প্রতিবছর শত শত মানুষ শিকার করছে এই সমুদ্র দানব।
সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, হাঙর নিয়ে এত ভীতি থাকার পরও পরিসংখ্যান বলছে, প্রতি বছর মাত্র ১২ জন মানুষ হাঙরের আক্রমণে প্রাণ হারায়। অথচ প্রতি ঘণ্টায়ই মানুষ শিকার করে ১১ হাজার হাঙর।
বিশ্বজুড়ে হাঙর শিকার করা হয় এর পাখনার জন্য। এর মাংসের চেয়ে পাখনার দাম পঞ্চাশগুণ বেশি। প্রতি কিলোগ্রাম হাঙরের পাখনার দাম ৬৬৪ দশমিক ৫৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ২৮৩ টাকা।
হাঙরের পাখনার এ চাহিদার পেছনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী এক খাবার ‘শার্ক ফিন স্যুপ’ বা হাঙরের পাখনার স্যুপ। এর এক বাটি স্যুপের দামই হতে পারে ১০৬ দশমিক ৩৩ ডলার বা প্রায় ১১ হাজার ৭২৫ টাকা।
প্রতি বছর হংকংয়ে ৪ কোটি ৩০ লাখ পাউন্ড হাঙরের পাখনা আমদানি করা হয়। যা বহন করতে পৃথিবীর সর্ববৃহৎ মডেলের ৩১টি উড়োজাহাজের প্রয়োজন হবে।
পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রজাতির মধ্যে হাঙর একটি। হাঙরের আক্রমণে মানুষ মারা যাওয়ার চেয়ে, মানুষের কারণে হাঙর মারা যাওয়ার ঝুঁকি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৩ গুণ বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখিত এক জরিপ অনুসারে, প্রতি বছর মানুষের ওপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে প্রায় ৮০টি। তবে এ তুলনায় প্রতি বছর শুধু বিনোদনের জন্যই লাখখানেক হাঙর হত্যা করা হয়।
জরিপে আরও বলা হয়, প্রতি বছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় এবং এর মধ্যে পাখনার জন্যই হত্যা করা হয় ৭ কোটি ৩০ লাখ হাঙর।
গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে মানুষের যুদ্ধ নিয়ে অনেক গা হিম করা গল্প রয়েছে। হলিউডের সিনেমাগুলোতে হাঙরকে উপস্থাপন করা হয়েছে পৈশাচিক এক দানব হিসেবে। সবার মনে বদ্ধমূল ধারণা, প্রতিবছর শত শত মানুষ শিকার করছে এই সমুদ্র দানব।
সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, হাঙর নিয়ে এত ভীতি থাকার পরও পরিসংখ্যান বলছে, প্রতি বছর মাত্র ১২ জন মানুষ হাঙরের আক্রমণে প্রাণ হারায়। অথচ প্রতি ঘণ্টায়ই মানুষ শিকার করে ১১ হাজার হাঙর।
বিশ্বজুড়ে হাঙর শিকার করা হয় এর পাখনার জন্য। এর মাংসের চেয়ে পাখনার দাম পঞ্চাশগুণ বেশি। প্রতি কিলোগ্রাম হাঙরের পাখনার দাম ৬৬৪ দশমিক ৫৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ২৮৩ টাকা।
হাঙরের পাখনার এ চাহিদার পেছনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী এক খাবার ‘শার্ক ফিন স্যুপ’ বা হাঙরের পাখনার স্যুপ। এর এক বাটি স্যুপের দামই হতে পারে ১০৬ দশমিক ৩৩ ডলার বা প্রায় ১১ হাজার ৭২৫ টাকা।
প্রতি বছর হংকংয়ে ৪ কোটি ৩০ লাখ পাউন্ড হাঙরের পাখনা আমদানি করা হয়। যা বহন করতে পৃথিবীর সর্ববৃহৎ মডেলের ৩১টি উড়োজাহাজের প্রয়োজন হবে।
পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রজাতির মধ্যে হাঙর একটি। হাঙরের আক্রমণে মানুষ মারা যাওয়ার চেয়ে, মানুষের কারণে হাঙর মারা যাওয়ার ঝুঁকি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৩ গুণ বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখিত এক জরিপ অনুসারে, প্রতি বছর মানুষের ওপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে প্রায় ৮০টি। তবে এ তুলনায় প্রতি বছর শুধু বিনোদনের জন্যই লাখখানেক হাঙর হত্যা করা হয়।
জরিপে আরও বলা হয়, প্রতি বছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় এবং এর মধ্যে পাখনার জন্যই হত্যা করা হয় ৭ কোটি ৩০ লাখ হাঙর।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে