গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে মানুষের যুদ্ধ নিয়ে অনেক গা হিম করা গল্প রয়েছে। হলিউডের সিনেমাগুলোতে হাঙরকে উপস্থাপন করা হয়েছে পৈশাচিক এক দানব হিসেবে। সবার মনে বদ্ধমূল ধারণা, প্রতিবছর শত শত মানুষ শিকার করছে এই সমুদ্র দানব।
সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, হাঙর নিয়ে এত ভীতি থাকার পরও পরিসংখ্যান বলছে, প্রতি বছর মাত্র ১২ জন মানুষ হাঙরের আক্রমণে প্রাণ হারায়। অথচ প্রতি ঘণ্টায়ই মানুষ শিকার করে ১১ হাজার হাঙর।
বিশ্বজুড়ে হাঙর শিকার করা হয় এর পাখনার জন্য। এর মাংসের চেয়ে পাখনার দাম পঞ্চাশগুণ বেশি। প্রতি কিলোগ্রাম হাঙরের পাখনার দাম ৬৬৪ দশমিক ৫৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ২৮৩ টাকা।
হাঙরের পাখনার এ চাহিদার পেছনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী এক খাবার ‘শার্ক ফিন স্যুপ’ বা হাঙরের পাখনার স্যুপ। এর এক বাটি স্যুপের দামই হতে পারে ১০৬ দশমিক ৩৩ ডলার বা প্রায় ১১ হাজার ৭২৫ টাকা।
প্রতি বছর হংকংয়ে ৪ কোটি ৩০ লাখ পাউন্ড হাঙরের পাখনা আমদানি করা হয়। যা বহন করতে পৃথিবীর সর্ববৃহৎ মডেলের ৩১টি উড়োজাহাজের প্রয়োজন হবে।
পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রজাতির মধ্যে হাঙর একটি। হাঙরের আক্রমণে মানুষ মারা যাওয়ার চেয়ে, মানুষের কারণে হাঙর মারা যাওয়ার ঝুঁকি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৩ গুণ বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখিত এক জরিপ অনুসারে, প্রতি বছর মানুষের ওপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে প্রায় ৮০টি। তবে এ তুলনায় প্রতি বছর শুধু বিনোদনের জন্যই লাখখানেক হাঙর হত্যা করা হয়।
জরিপে আরও বলা হয়, প্রতি বছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় এবং এর মধ্যে পাখনার জন্যই হত্যা করা হয় ৭ কোটি ৩০ লাখ হাঙর।
গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে মানুষের যুদ্ধ নিয়ে অনেক গা হিম করা গল্প রয়েছে। হলিউডের সিনেমাগুলোতে হাঙরকে উপস্থাপন করা হয়েছে পৈশাচিক এক দানব হিসেবে। সবার মনে বদ্ধমূল ধারণা, প্রতিবছর শত শত মানুষ শিকার করছে এই সমুদ্র দানব।
সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, হাঙর নিয়ে এত ভীতি থাকার পরও পরিসংখ্যান বলছে, প্রতি বছর মাত্র ১২ জন মানুষ হাঙরের আক্রমণে প্রাণ হারায়। অথচ প্রতি ঘণ্টায়ই মানুষ শিকার করে ১১ হাজার হাঙর।
বিশ্বজুড়ে হাঙর শিকার করা হয় এর পাখনার জন্য। এর মাংসের চেয়ে পাখনার দাম পঞ্চাশগুণ বেশি। প্রতি কিলোগ্রাম হাঙরের পাখনার দাম ৬৬৪ দশমিক ৫৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ২৮৩ টাকা।
হাঙরের পাখনার এ চাহিদার পেছনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী এক খাবার ‘শার্ক ফিন স্যুপ’ বা হাঙরের পাখনার স্যুপ। এর এক বাটি স্যুপের দামই হতে পারে ১০৬ দশমিক ৩৩ ডলার বা প্রায় ১১ হাজার ৭২৫ টাকা।
প্রতি বছর হংকংয়ে ৪ কোটি ৩০ লাখ পাউন্ড হাঙরের পাখনা আমদানি করা হয়। যা বহন করতে পৃথিবীর সর্ববৃহৎ মডেলের ৩১টি উড়োজাহাজের প্রয়োজন হবে।
পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রজাতির মধ্যে হাঙর একটি। হাঙরের আক্রমণে মানুষ মারা যাওয়ার চেয়ে, মানুষের কারণে হাঙর মারা যাওয়ার ঝুঁকি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৩ গুণ বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখিত এক জরিপ অনুসারে, প্রতি বছর মানুষের ওপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে প্রায় ৮০টি। তবে এ তুলনায় প্রতি বছর শুধু বিনোদনের জন্যই লাখখানেক হাঙর হত্যা করা হয়।
জরিপে আরও বলা হয়, প্রতি বছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় এবং এর মধ্যে পাখনার জন্যই হত্যা করা হয় ৭ কোটি ৩০ লাখ হাঙর।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে