হোয়াটসঅ্যাপে এল এআই চ্যাটবটের বাটন
হোয়াটসঅ্যাপে নতুন শর্টকাট বাটন যুক্ত করেছে মেটা। এই বাটন ট্যাপ করে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ব্যবহার করা যায়। বাটনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বরে স্নুপ ডগ, মিস্টার বিস্ট, কেন্ডাল জেনার, চার্লি ডিআমালোর মতো সেলিব্রিটিদের ব্যক্তিত্ব তুলে ধরে মেটা যে এআই চ্যাটবটের