প্রযুক্তি ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম মানেই দুদিন পরপর নতুন নতুন ফিচারের আনাগোনা। সেই সব ফিচারে থাকে নিত্যনতুন সুবিধা। তেমনই নতুন একটি সুবিধা এসেছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে। মেসেজিং অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে এই ফিচার এনেছে মেটা।
হোয়াটসঅ্যাপ কল করার সময় কোথাও ফোনের আইপি অ্যাড্রেস দেখতে পাওয়া যায় না। কিন্তু যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর কাছে পৌঁছে যায় আইপি অ্যাড্রেস। ভয়েস কল করুন অথবা ভিডিও কল—সব ক্ষেত্রেই শেয়ার হয় আইপি অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অন রাখলে ব্যবহারকারী যাঁকেই ভিডিও অথবা ভয়েস কল করবেন, তাঁর কাছে শুধু সেই সার্ভারের ডেটা পৌঁছাবে। আইপি অ্যাড্রেসের নাগাল আর পাওয়া যাবে না। এই ফিচারের ফলে ফোনের গোপনীয়তা বজায় থাকবে বলে দাবি করেছে মেটা।
ফিচারটি সেট করতে হলে
এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে ক্লিক করে প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে। সেখানে স্ক্রল করার পর নিচে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এবার প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল অপশনটি পাওয়া যাবে। সেই অপশনটি অন করে দিতে হবে। ব্যবহারকারী চাইলে একই পদ্ধতি মেনে এটি অফও রাখতে পারবেন। আপাতত সুবিধাটি ওয়ান-অন-ওয়ান কলের জন্যই এনেছে মেটা। হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস গোপন করার এই সুবিধা রাখা হয়নি। ফিচারটি অন রাখার ফলে দুটি ডিভাইস সরাসরি যুক্ত না হয়ে সার্ভারের মাধ্যমে যুক্ত হবে। এতে কলের কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে। এ ক্ষেত্রে প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস ফিচারটি অফ করে রাখা যেতে পারে।
সূত্র: দ্য ভার্জ
সামাজিক যোগাযোগমাধ্যম মানেই দুদিন পরপর নতুন নতুন ফিচারের আনাগোনা। সেই সব ফিচারে থাকে নিত্যনতুন সুবিধা। তেমনই নতুন একটি সুবিধা এসেছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে। মেসেজিং অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে এই ফিচার এনেছে মেটা।
হোয়াটসঅ্যাপ কল করার সময় কোথাও ফোনের আইপি অ্যাড্রেস দেখতে পাওয়া যায় না। কিন্তু যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর কাছে পৌঁছে যায় আইপি অ্যাড্রেস। ভয়েস কল করুন অথবা ভিডিও কল—সব ক্ষেত্রেই শেয়ার হয় আইপি অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অন রাখলে ব্যবহারকারী যাঁকেই ভিডিও অথবা ভয়েস কল করবেন, তাঁর কাছে শুধু সেই সার্ভারের ডেটা পৌঁছাবে। আইপি অ্যাড্রেসের নাগাল আর পাওয়া যাবে না। এই ফিচারের ফলে ফোনের গোপনীয়তা বজায় থাকবে বলে দাবি করেছে মেটা।
ফিচারটি সেট করতে হলে
এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে ক্লিক করে প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে। সেখানে স্ক্রল করার পর নিচে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এবার প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল অপশনটি পাওয়া যাবে। সেই অপশনটি অন করে দিতে হবে। ব্যবহারকারী চাইলে একই পদ্ধতি মেনে এটি অফও রাখতে পারবেন। আপাতত সুবিধাটি ওয়ান-অন-ওয়ান কলের জন্যই এনেছে মেটা। হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস গোপন করার এই সুবিধা রাখা হয়নি। ফিচারটি অন রাখার ফলে দুটি ডিভাইস সরাসরি যুক্ত না হয়ে সার্ভারের মাধ্যমে যুক্ত হবে। এতে কলের কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে। এ ক্ষেত্রে প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস ফিচারটি অফ করে রাখা যেতে পারে।
সূত্র: দ্য ভার্জ
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৮ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে