অফিসের বা অন্য কারও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখলে নিজের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। এজন্য বার বার লগ ইন বা লগ আউট করে। তবে এতে কাজের গতি কমে যায়। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনের জন্য স্ক্রিন লক ফিচার নিয়ে এসেছে মেটা।
নতুন ফিচারটি গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে ও অতিরিক্ত নিরাপত্তা দেয়। সেসঙ্গে ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচারটি ব্যবহারে জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–
১. কিউআর কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করুন। এজন্য নিচের ওয়েবসাইটটি ব্যবহার করুন–web. whatsapp. com
২. ওপরের মেনু থেকে তিন ডট মেনু আইকোনে ক্লিক করুন এবং সেটিংসে প্রবেশ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি ট্যাব খুঁজে বের করুন।
৪. প্রাইভেসি ট্যাবে থেকে নিচের দিকে স্ক্রল করে স্ক্রিন লক অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. স্ক্রিনে থাকা নির্দেশগুলো অনুসরণ করে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডের জন্য ৬ থেকে ১২৮টি বর্ণ, সংখ্যা, ক্যারেক্টার ও বিরামচিহ্ন ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ডটি কনফার্ম করুন এবং ‘ওকে’ অপশনে ক্লিক করুন।
৬. হোয়াটসঅ্যাপের স্ক্রিন কতক্ষণ পর লক হবে তাও নির্ধারণ করা যাবে। এর জন্য ১ মিনিট, ১৫ মিনিট বা ১ ঘণ্টার অপশন দেওয়া থাকবে।
কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে। এজন্য হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে পুনরায় লগ ইন করতে হবে। আপনার অনুপস্থিতিতে আপনার কম্পিউটারে কেউ প্রবেশ করলেও বাড়তি নিরাপত্তার এই ফিচার হোয়াটসঅ্যাপের চ্যাট, মেসেজের গোপনীয়তা রক্ষা করবে।
অফিসের বা অন্য কারও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখলে নিজের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। এজন্য বার বার লগ ইন বা লগ আউট করে। তবে এতে কাজের গতি কমে যায়। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনের জন্য স্ক্রিন লক ফিচার নিয়ে এসেছে মেটা।
নতুন ফিচারটি গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে ও অতিরিক্ত নিরাপত্তা দেয়। সেসঙ্গে ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচারটি ব্যবহারে জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–
১. কিউআর কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করুন। এজন্য নিচের ওয়েবসাইটটি ব্যবহার করুন–web. whatsapp. com
২. ওপরের মেনু থেকে তিন ডট মেনু আইকোনে ক্লিক করুন এবং সেটিংসে প্রবেশ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি ট্যাব খুঁজে বের করুন।
৪. প্রাইভেসি ট্যাবে থেকে নিচের দিকে স্ক্রল করে স্ক্রিন লক অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. স্ক্রিনে থাকা নির্দেশগুলো অনুসরণ করে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডের জন্য ৬ থেকে ১২৮টি বর্ণ, সংখ্যা, ক্যারেক্টার ও বিরামচিহ্ন ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ডটি কনফার্ম করুন এবং ‘ওকে’ অপশনে ক্লিক করুন।
৬. হোয়াটসঅ্যাপের স্ক্রিন কতক্ষণ পর লক হবে তাও নির্ধারণ করা যাবে। এর জন্য ১ মিনিট, ১৫ মিনিট বা ১ ঘণ্টার অপশন দেওয়া থাকবে।
কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে। এজন্য হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে পুনরায় লগ ইন করতে হবে। আপনার অনুপস্থিতিতে আপনার কম্পিউটারে কেউ প্রবেশ করলেও বাড়তি নিরাপত্তার এই ফিচার হোয়াটসঅ্যাপের চ্যাট, মেসেজের গোপনীয়তা রক্ষা করবে।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৬ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৯ ঘণ্টা আগে