অফিসের বা অন্য কারও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখলে নিজের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। এজন্য বার বার লগ ইন বা লগ আউট করে। তবে এতে কাজের গতি কমে যায়। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনের জন্য স্ক্রিন লক ফিচার নিয়ে এসেছে মেটা।
নতুন ফিচারটি গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে ও অতিরিক্ত নিরাপত্তা দেয়। সেসঙ্গে ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচারটি ব্যবহারে জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–
১. কিউআর কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করুন। এজন্য নিচের ওয়েবসাইটটি ব্যবহার করুন–web. whatsapp. com
২. ওপরের মেনু থেকে তিন ডট মেনু আইকোনে ক্লিক করুন এবং সেটিংসে প্রবেশ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি ট্যাব খুঁজে বের করুন।
৪. প্রাইভেসি ট্যাবে থেকে নিচের দিকে স্ক্রল করে স্ক্রিন লক অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. স্ক্রিনে থাকা নির্দেশগুলো অনুসরণ করে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডের জন্য ৬ থেকে ১২৮টি বর্ণ, সংখ্যা, ক্যারেক্টার ও বিরামচিহ্ন ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ডটি কনফার্ম করুন এবং ‘ওকে’ অপশনে ক্লিক করুন।
৬. হোয়াটসঅ্যাপের স্ক্রিন কতক্ষণ পর লক হবে তাও নির্ধারণ করা যাবে। এর জন্য ১ মিনিট, ১৫ মিনিট বা ১ ঘণ্টার অপশন দেওয়া থাকবে।
কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে। এজন্য হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে পুনরায় লগ ইন করতে হবে। আপনার অনুপস্থিতিতে আপনার কম্পিউটারে কেউ প্রবেশ করলেও বাড়তি নিরাপত্তার এই ফিচার হোয়াটসঅ্যাপের চ্যাট, মেসেজের গোপনীয়তা রক্ষা করবে।
অফিসের বা অন্য কারও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখলে নিজের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। এজন্য বার বার লগ ইন বা লগ আউট করে। তবে এতে কাজের গতি কমে যায়। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনের জন্য স্ক্রিন লক ফিচার নিয়ে এসেছে মেটা।
নতুন ফিচারটি গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে ও অতিরিক্ত নিরাপত্তা দেয়। সেসঙ্গে ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচারটি ব্যবহারে জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–
১. কিউআর কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করুন। এজন্য নিচের ওয়েবসাইটটি ব্যবহার করুন–web. whatsapp. com
২. ওপরের মেনু থেকে তিন ডট মেনু আইকোনে ক্লিক করুন এবং সেটিংসে প্রবেশ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি ট্যাব খুঁজে বের করুন।
৪. প্রাইভেসি ট্যাবে থেকে নিচের দিকে স্ক্রল করে স্ক্রিন লক অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. স্ক্রিনে থাকা নির্দেশগুলো অনুসরণ করে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডের জন্য ৬ থেকে ১২৮টি বর্ণ, সংখ্যা, ক্যারেক্টার ও বিরামচিহ্ন ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ডটি কনফার্ম করুন এবং ‘ওকে’ অপশনে ক্লিক করুন।
৬. হোয়াটসঅ্যাপের স্ক্রিন কতক্ষণ পর লক হবে তাও নির্ধারণ করা যাবে। এর জন্য ১ মিনিট, ১৫ মিনিট বা ১ ঘণ্টার অপশন দেওয়া থাকবে।
কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে। এজন্য হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে পুনরায় লগ ইন করতে হবে। আপনার অনুপস্থিতিতে আপনার কম্পিউটারে কেউ প্রবেশ করলেও বাড়তি নিরাপত্তার এই ফিচার হোয়াটসঅ্যাপের চ্যাট, মেসেজের গোপনীয়তা রক্ষা করবে।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে