হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে