হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৬ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৯ ঘণ্টা আগে