Ajker Patrika

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে মিউজিক শেয়ারের সুবিধা 

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে মিউজিক শেয়ারের সুবিধা 

বন্ধুদের সঙ্গে ভিডিও কলে আড্ডা দেওয়ার সময় কোনো গানের প্রসঙ্গ উঠতে পারে। তখন গানটি শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব হয়। হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যুক্ত নতুন ফিচারে এই সুবিধা মিলবে। এর মাধ্যমে ভিডিও কলের সময় মিউজিক ও অডিও শেয়ার করা যাবে। 

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, আইফোনের ২.২৩. ২৬.১৮ এর বেটা সংস্করণে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এখন থেকে গ্রাহকেরা ‘স্ক্রিন শেয়ারিং’ ফিচারের মাধ্যমে ভিডিও কলে মিউজিক ও অডিও শেয়ার করতে পারবে। আইওএসের বেটা সংস্করণে ফিচারটি সর্বপ্রথম দেখা যায়। ফিচারটি শিগগিরই অ্যান্ড্রয়েডেও চালু হবে। 

এই ফিচারের মাধ্যমে মিউজিক ছাড়াও যেকোনো অডিও শেয়ার করা যাবে। ভিডিও কলে কেউ স্ক্রিন শেয়ার করে অডিও চালু করলে অপরজন তা শুনতে পারবে। ফলে গান বা অডিও শোনার অভিজ্ঞতা একই সঙ্গে উপভোগ করা যাবে। 

ভিডিও কল বন্ধ থাকলে ফিচারটি কাজ করবে না। অর্থাৎ ভয়েস কল বা ভিডিও কলের সময় ক্যামেরা বন্ধ করে রাখা হলে ফিচারটি ব্যবহার করা যাবে না। 

তবে হোয়াটসঅ্যাপের স্ট্যাবল সংস্করণে ফিচারটি কবে চালু হবে, তা সম্পর্কে কোনো তথ্য প্রতিবেদনটিতে জানানো হয়নি। 

‘শেয়ারপ্লে’ নামে একই ধরনের ফিচার ২০২১ সালে অ্যাপলের ভিডিও কলিং প্ল্যাটফর্ম ফেসটাইমে যুক্ত করা হয়। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কলে একই সঙ্গে মিউজিক, ভিডিও উপভোগ করতে পারে এবং গেমসও খেলতে পারে। 

কিছুদিন আগে ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ান্স’ ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ গ্রাহক একবার শুনে ফেললে তা আপনা-আপনি গায়েব হয়ে যাবে। ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার যেভাবে কাজ করে, ভয়েস মেসেজেও সেভাবেই কাজ করবে।

তথ্যসূত্র: ম্যাকরিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত