পাঠান ২: পরিচালক পরিবর্তন, আরও যা জানা গেল
যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমার অপেক্ষায় সবাই। ‘ওয়ার ২’ সিনেমার পর ‘টাইগার ভার্সেস পাঠান’ আসার কথা থাকলেও কদিন আগেই পিঙ্কভিলা জানায়, এর আগেই পাঠানের সিক্যুয়েল আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। এবার ‘পাঠান ২’ নিয়ে প্রকাশ্যে নতুন খবর। পরিচালক সিদ্ধার্থ আনন্দ নন, পাঠানের পরবর্তী সিক্যুয়েল নির্মাণ করত