বলিউডে চলছে অ্যাকশন ঘরানার সিনেমার জোয়ার। কয়েকটা সিনেমা সুবিধে করতে না পারলেও মোটের ওপর অ্যাকশন সিনেমায় ভর দিয়েই কোভিডের পর দাঁড়িয়েছে বলিউড বক্স অফিস। সেই ধারা থেকে খানিকটা বেরিয়ে এবার আসতে যাচ্ছে স্পাই কমেডি। জানা যাচ্ছে, বলিউডের এই প্রোজেক্ট তৈরির মূল কারিগর নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এই প্রথমবার করণ জোহরের সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির সহপ্রযোজনার দায়িত্বে থাকবেন অস্কারজয়ী প্রযোজক গুণীত মোঙ্গা। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর সুবাদে অস্কার রয়েছে যাঁর ঝুলিতে। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে সারা আলি খানকে দেখা যেতে পারে।
নাম ঠিক না হওয়া স্পাই কমেডি সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন আকাশ কৌশিক। এখনো পর্যন্ত অবশ্য কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি এই স্পাই কমেডি নিয়ে। তবে প্রস্তুতি পর্ব পুরোদমে চলছে বলেই জানিয়েছে পিঙ্কভিলার ঘনিষ্ঠ সূত্র।
আগামী জুন মাসেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সব ঠিকঠাক চললে সামনের বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের একাংশ।
উল্লেখ্য, আয়ুষ্মানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ড্রিম গার্ল টু’। সেটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। তার প্রায় এক বছর পর নতুন ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। এর মাঝে নিজের মিউজিক্যাল টুর নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান।
বলিউডে চলছে অ্যাকশন ঘরানার সিনেমার জোয়ার। কয়েকটা সিনেমা সুবিধে করতে না পারলেও মোটের ওপর অ্যাকশন সিনেমায় ভর দিয়েই কোভিডের পর দাঁড়িয়েছে বলিউড বক্স অফিস। সেই ধারা থেকে খানিকটা বেরিয়ে এবার আসতে যাচ্ছে স্পাই কমেডি। জানা যাচ্ছে, বলিউডের এই প্রোজেক্ট তৈরির মূল কারিগর নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এই প্রথমবার করণ জোহরের সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির সহপ্রযোজনার দায়িত্বে থাকবেন অস্কারজয়ী প্রযোজক গুণীত মোঙ্গা। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর সুবাদে অস্কার রয়েছে যাঁর ঝুলিতে। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে সারা আলি খানকে দেখা যেতে পারে।
নাম ঠিক না হওয়া স্পাই কমেডি সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন আকাশ কৌশিক। এখনো পর্যন্ত অবশ্য কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি এই স্পাই কমেডি নিয়ে। তবে প্রস্তুতি পর্ব পুরোদমে চলছে বলেই জানিয়েছে পিঙ্কভিলার ঘনিষ্ঠ সূত্র।
আগামী জুন মাসেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সব ঠিকঠাক চললে সামনের বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের একাংশ।
উল্লেখ্য, আয়ুষ্মানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ড্রিম গার্ল টু’। সেটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। তার প্রায় এক বছর পর নতুন ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। এর মাঝে নিজের মিউজিক্যাল টুর নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে