ইরফানপুত্র পরিচয়ে নয়, অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন বাবিল খান। তাঁর ভাবনা, কথায় বারবার মুগ্ধ হয়েছেন সবাই। আগামীকাল ইরফান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী, এর আগে বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন বাবিল। পোস্টে লিখলেন, কখনো তিনি হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করে যাবেন।
কয়েক দিন আগে বাবিলের রহস্যজনক পোস্ট ভক্তদের মনে চিন্তার মেঘ ঘনিয়েছিল। পোস্টে তিনি লিখেছিলেন ‘হার মানছি। বাবার কাছে চলে যাব।’ যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনো হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।
এদিন বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাকে একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে, একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে। তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য।’
বাবার স্বপ্ন পূরণে পরিবারের জন্য লড়াই করে যাবেন বাবিল। বাবিল লিখেছেন, ‘হয়তো তোমার ভক্ত নেই, কিন্তু তোমার পরিবার আছে। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস করো, আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, চার বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে।
ইরফানপুত্র পরিচয়ে নয়, অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন বাবিল খান। তাঁর ভাবনা, কথায় বারবার মুগ্ধ হয়েছেন সবাই। আগামীকাল ইরফান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী, এর আগে বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন বাবিল। পোস্টে লিখলেন, কখনো তিনি হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করে যাবেন।
কয়েক দিন আগে বাবিলের রহস্যজনক পোস্ট ভক্তদের মনে চিন্তার মেঘ ঘনিয়েছিল। পোস্টে তিনি লিখেছিলেন ‘হার মানছি। বাবার কাছে চলে যাব।’ যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনো হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।
এদিন বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাকে একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে, একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে। তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য।’
বাবার স্বপ্ন পূরণে পরিবারের জন্য লড়াই করে যাবেন বাবিল। বাবিল লিখেছেন, ‘হয়তো তোমার ভক্ত নেই, কিন্তু তোমার পরিবার আছে। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস করো, আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, চার বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে