যে হত্যা জাপানকে বদলে দিতে পারে
জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন যে শিনজো আবে, তাঁকে আজ গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এটা যতটা না হত্যাকাণ্ডের জন্য, তার চেয়েও বেশি হত্যার স্থানটি জাপান বলে। সবার মাথাতেই একই প্রশ্ন, জাপানেও এমন হয়?