Ajker Patrika

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গের গায়ে পুলিশের ৬০ গুলি

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৩: ০০
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গের গায়ে পুলিশের ৬০ গুলি

যুক্তরাষ্ট্রের ওহাইওর আকরন শহরে জেল্যান্ড ওয়াকার নামের এক কৃষ্ণাঙ্গ তরুণকে গাড়ি থামাতে বলে পুলিশ। কিন্তু ওই তরুণ গাড়ি না থামিয়ে পালাতে চেষ্টা করলে পুলিশ কর্মকর্তারা তাঁকে অনুসরণ করেন এবং তাঁকে লক্ষ্য করে গুলি করতে থাকেন। পরে তাঁর শরীর থেকে ৬০ টির বেশি গুলি পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ পায়। ওই ভিডিওতে দেখা যায়—ওয়াকারকে তাড়া করে গুলি করছিলেন ৮ পুলিশ কর্মকর্তা।

 তবে, সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখায়। এর মধ্যে একটিতে দেখা গেছে ২৫ বছর বয়সী জেল্যান্ড ওয়াকারের গাড়ি থেকেও পুলিশের দিকে গুলি বর্ষণ করা হচ্ছিল। ভিডিওতে আরও দেখা যায়, তাড়া করার কয়েক মিনিট পর গাড়ি থেকে নেমে গিয়ে দৌড়াতে থাকেন ওয়াকার। এ প্রসঙ্গে পুলিশ বলছে, তাঁদের কাছে মনে হয়েছিল ওয়াকার পুলিশের দিকে আসছেন এবং তাঁর কাছে অস্ত্র রয়েছে। পরে তাঁর গাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধারও করা হয়। 

তবে ওয়াকারের আইনজীবী ববি ডিকেলো বলছেন, ‘এমন কোনো প্রমাণ নেই। ছোট্ট একটি ট্রাফিক আইন ভঙ্গের কারণে তাঁকে তাড়া করছিল পুলিশ।’ 

এদিকে, কৃষ্ণাঙ্গ জেল্যান্ড ওয়াকারের হত্যার বিচারের দাবিতে গত রোববার আকরনের রাস্তায় নেমে আসে কয়েক শ মানুষ। ২০২০ সালে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার মতোই এ হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তারা। এ সময় বহুল আলোচিত পতাকা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ওড়ানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত