Ajker Patrika

স্ত্রীকে হত্যা করে কড়াইয়ে সেদ্ধ করল স্বামী

স্ত্রীকে হত্যা করে কড়াইয়ে সেদ্ধ করল স্বামী

পাকিস্তানে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। এক পাকিস্তানি ব্যক্তি তাঁর ৬ সন্তানের সমানে তাঁর স্ত্রীকে হত্যা করে একটি বড় কড়াইয়ে সেদ্ধ করেছেন। ঘটনাটি ঘটেছে দেশটির সিন্ধু প্রদেশে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশ গতকাল বুধবার নার্গিস নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে। স্থানীয় গুলশান–ই ইকবাল নামের একটি আবাসিক এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের রান্নাঘরের একটি কড়াই থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী আশিক ওই স্কুলের পাহারাদার হিসেবে কাজ করতেন এবং স্কুলের কর্মচারীদের জন্য নির্ধারিত কোয়ার্টারে বাস করতেন। তবে গত ৮ / ৯ মাস ধরে স্কুলটি বন্ধ রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, নিহত ওই নারীর ১৫ বছরের মেয়ে তাঁদের খবর দেয়। অবশ্যই আশিক তাঁর সঙ্গে তিন সন্তানকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে। স্থানীয় পুলিশের সিনিয়র সুপার আব্দুর রহিম সিরাজী জানিয়েছেন, পুলিশ বাকি তিনজনকে নিজেদের হেফাজতে নিয়েছে। 

পুলিশ সুপার বলেছেন, ‘তারা ভয়ে বিহ্বল হয়ে আছে এবং এক ধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে।’ ওই নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য জিন্নাহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ওই নারীর তিন সন্তান পুলিশকে জানিয়েছে—ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে একটি বড় কড়াইয়ে নিয়ে তাঁকে সেদ্ধ করেছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর এটি পা তাঁর দেহ থেকে আলাদা করা ছিল। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে তা এখনো জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে অবৈধ সম্পর্কে বাধ্য করার চেষ্টা করেছিলেন। পরে তাঁর স্ত্রী তাতে অসম্মতি জানালে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত