পাঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের অন্যতম ২ সন্দেহভাজন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। ভারতের স্থানীয় সময় বুধবার সকালে জাগরূপ সিং রূপা এবং মানপ্রীত সিং ওরফে মানু কুসা পাঞ্জাবের অমৃতসরের নিকটবর্তী একটি গ্রামে নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই গোলাগুলির ঘটনায় নিহত মানপ্রীত সিং ওরফে মানু কুসা জাগরূপ সিং রূপার সহযোগী এবং হত্যাকাণ্ডের আরেক সন্দেহভাজন। এ সময় আহত হয়েছেন পাঞ্জাব পুলিশের আরও ৩ সদস্য। এ ছাড়া, একটি সম্প্রচারমাধ্যমের ক্যামেরা পারসনও আহত হন।
এই গোলাগুলির ঘটনাটি ঘটে অমৃতসর থেকে ২০ কিলোমিটার দূরবর্তী ভাকনা গ্রামে। এর আগে, গত মঙ্গলবার বিকেল থেকেই পাঞ্জাব পুলিশের অ্যান্টি–গ্যাংস্টার টাস্ক ফোর্সের একটি দল দুই ব্যক্তিকে অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানেই এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সন্দ্বীপ সিং ওরফে কেকদা, মানপ্রীত সিং ওরফে মান্না, মানপ্রীত ভানু, সরাজ মিন্টু, প্রভ দ্বীপ সিধু, মানু ডগর, পবন বিষ্ণুই এবং নসীব।
এর আগে, গত ২৯ মে কংগ্রেস নেতা এবং পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন। পাঞ্জাব সরকার মুসওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পর সেই ঘটনা ঘটল। ভিআইপি সংস্কৃতি বন্ধের পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিভিন্ন ব্যক্তির সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেন।
ঘটনার সময় সিধু এবং তাঁর দুই বন্ধু একটি জিপে করে পাঞ্জাবের মনসা জেলার জওহর কে গ্রামে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। সিধুর গাড়ি লক্ষ্য করে অনেকগুলো গুলি করা হয়। পরে তাঁকে গাড়ির ভেতরে সিটে পড়ে থাকতে দেখা যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের অন্যতম ২ সন্দেহভাজন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। ভারতের স্থানীয় সময় বুধবার সকালে জাগরূপ সিং রূপা এবং মানপ্রীত সিং ওরফে মানু কুসা পাঞ্জাবের অমৃতসরের নিকটবর্তী একটি গ্রামে নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই গোলাগুলির ঘটনায় নিহত মানপ্রীত সিং ওরফে মানু কুসা জাগরূপ সিং রূপার সহযোগী এবং হত্যাকাণ্ডের আরেক সন্দেহভাজন। এ সময় আহত হয়েছেন পাঞ্জাব পুলিশের আরও ৩ সদস্য। এ ছাড়া, একটি সম্প্রচারমাধ্যমের ক্যামেরা পারসনও আহত হন।
এই গোলাগুলির ঘটনাটি ঘটে অমৃতসর থেকে ২০ কিলোমিটার দূরবর্তী ভাকনা গ্রামে। এর আগে, গত মঙ্গলবার বিকেল থেকেই পাঞ্জাব পুলিশের অ্যান্টি–গ্যাংস্টার টাস্ক ফোর্সের একটি দল দুই ব্যক্তিকে অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানেই এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সন্দ্বীপ সিং ওরফে কেকদা, মানপ্রীত সিং ওরফে মান্না, মানপ্রীত ভানু, সরাজ মিন্টু, প্রভ দ্বীপ সিধু, মানু ডগর, পবন বিষ্ণুই এবং নসীব।
এর আগে, গত ২৯ মে কংগ্রেস নেতা এবং পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন। পাঞ্জাব সরকার মুসওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পর সেই ঘটনা ঘটল। ভিআইপি সংস্কৃতি বন্ধের পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিভিন্ন ব্যক্তির সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেন।
ঘটনার সময় সিধু এবং তাঁর দুই বন্ধু একটি জিপে করে পাঞ্জাবের মনসা জেলার জওহর কে গ্রামে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। সিধুর গাড়ি লক্ষ্য করে অনেকগুলো গুলি করা হয়। পরে তাঁকে গাড়ির ভেতরে সিটে পড়ে থাকতে দেখা যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৪ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে