হরিরামপুরে পাঁচ বছরেও হয়নি সংযোগ সড়ক, সেতু পড়ে আছে বেকার
মানিকগঞ্জের হরিরামপুরে সাপাইর গ্রাম দিয়ে বয়ে চলা ইছামতী নদী থেকে ভাতছালা বিলের খালের ওপর সেতু নির্মাণের পাঁচ বছর পার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দুই পাশে সংযোগ সড়ক না হওয়াহরিরামপুর, মানিকগঞ্জ জেলা, ঢাকা বিভাগ, জেলার খবরয় সেতুটি বেকার পড়ে আছে। যে লক্ষ্যে সেতুটি নির্মাণ করা হয়েছিল, এলাকাবাসী সেই সুবিধা