সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর-রতনগঞ্জ সড়কের বহেড়াতৈল এলাকায় পুরোনো বেইলি ব্রিজ ভেঙে সেতু নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি বৃষ্টির কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সেতুটির বিকল্প সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার মানুষ। মালবাহী যানবাহন আটকে গিয়ে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিক চলাচল। গত দুই সপ্তাহ ধরে এমন অবস্থা চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ডাইভারশন (বিকল্প চলাচল) সড়কটি অল্প সময়ের মধ্যে উঁচু করে দেওয়া হবে বলে জানিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে দীর্ঘদিনের পুরোনো বেইলি ব্রিজ ভেঙে সখীপুর-রতনগঞ্জ সড়কের বহেড়াতৈল বাজারের পশ্চিম পাশে সেতু নির্মাণকাজ শুরু হয়। ৭ কোটি ১৫ লাখ টাকার নির্মাণকাজের দায়িত্ব পেয়েছেন হাসান টেকনো লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বর্ষায় সেতুটির নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। এদিকে সেতুর উত্তরপাশ দিয়ে বিকল্প সড়কটি নিচু করে তৈরি করায় দুই থেকে তিন ফুট পানির নিচে ডুবে আছে।
সেখানে গিয়ে দেখা গেছে, ডুবন্ত বিকল্প সড়কটি ঝুঁকি নিয়ে অতিক্রম করছে মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাকসহ নানা যানবাহন। এদিকে জুতা, কাপড় ভিজিয়েই পার হচ্ছেন স্থানীয় পথচারী ও বহেড়াতৈল বাজারে অবস্থিত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ ও জাহিদ হাসান জানান, দীর্ঘদিন ধরে সেতুটির কাজ চলছে। ঠিকাদার ইচ্ছে করলে বর্ষার আগেই কাজ শেষ করতে পারতেন, কিন্তু তা না করে সময়ক্ষেপণ করায় এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই যানবাহন উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিকল্প সড়কে আটকে যাওয়া ট্রাক চালক রফিক শিকদার বলেন, পাঁচ ঘণ্টা ধরে পার হওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পার হতে পারছি না। এখানে এত পানি হবে জানা ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান টেকনো লিমিটেডের তত্ত্বাবধায়ক সোহেল রানা ওরফে জনি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বর্ষার পানির কারণে সেতুর কাজ বন্ধ আছে। দুর্ভোগ কমাতে ডাইভারশন (বিকল্প চলাচল) সড়কটি অল্প সময়ের মধ্যে উঁচু করে দেওয়া হবে।
সড়ক ও জনপথ বিভাগের মির্জাপুর উপবিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, কার্যাদেশ অনুযায়ী সেতুটির নির্মাণকাজের এখনো অনেক সময় বাকি রয়েছে। আগামী জুন মাসে এ সেতুর কাজ বুঝে নেওয়া হবে। বিকল্প সড়কটি উঁচু করে নির্মাণের জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের সখীপুর-রতনগঞ্জ সড়কের বহেড়াতৈল এলাকায় পুরোনো বেইলি ব্রিজ ভেঙে সেতু নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি বৃষ্টির কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সেতুটির বিকল্প সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার মানুষ। মালবাহী যানবাহন আটকে গিয়ে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিক চলাচল। গত দুই সপ্তাহ ধরে এমন অবস্থা চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ডাইভারশন (বিকল্প চলাচল) সড়কটি অল্প সময়ের মধ্যে উঁচু করে দেওয়া হবে বলে জানিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে দীর্ঘদিনের পুরোনো বেইলি ব্রিজ ভেঙে সখীপুর-রতনগঞ্জ সড়কের বহেড়াতৈল বাজারের পশ্চিম পাশে সেতু নির্মাণকাজ শুরু হয়। ৭ কোটি ১৫ লাখ টাকার নির্মাণকাজের দায়িত্ব পেয়েছেন হাসান টেকনো লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বর্ষায় সেতুটির নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। এদিকে সেতুর উত্তরপাশ দিয়ে বিকল্প সড়কটি নিচু করে তৈরি করায় দুই থেকে তিন ফুট পানির নিচে ডুবে আছে।
সেখানে গিয়ে দেখা গেছে, ডুবন্ত বিকল্প সড়কটি ঝুঁকি নিয়ে অতিক্রম করছে মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাকসহ নানা যানবাহন। এদিকে জুতা, কাপড় ভিজিয়েই পার হচ্ছেন স্থানীয় পথচারী ও বহেড়াতৈল বাজারে অবস্থিত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ ও জাহিদ হাসান জানান, দীর্ঘদিন ধরে সেতুটির কাজ চলছে। ঠিকাদার ইচ্ছে করলে বর্ষার আগেই কাজ শেষ করতে পারতেন, কিন্তু তা না করে সময়ক্ষেপণ করায় এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই যানবাহন উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিকল্প সড়কে আটকে যাওয়া ট্রাক চালক রফিক শিকদার বলেন, পাঁচ ঘণ্টা ধরে পার হওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পার হতে পারছি না। এখানে এত পানি হবে জানা ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান টেকনো লিমিটেডের তত্ত্বাবধায়ক সোহেল রানা ওরফে জনি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বর্ষার পানির কারণে সেতুর কাজ বন্ধ আছে। দুর্ভোগ কমাতে ডাইভারশন (বিকল্প চলাচল) সড়কটি অল্প সময়ের মধ্যে উঁচু করে দেওয়া হবে।
সড়ক ও জনপথ বিভাগের মির্জাপুর উপবিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, কার্যাদেশ অনুযায়ী সেতুটির নির্মাণকাজের এখনো অনেক সময় বাকি রয়েছে। আগামী জুন মাসে এ সেতুর কাজ বুঝে নেওয়া হবে। বিকল্প সড়কটি উঁচু করে নির্মাণের জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে