
সুদানফেরত বাংলাদেশি কর্মীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ৩ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ দেওয়া হবে। গতকাল রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

গত ১৫ এপ্রিল সুদানে সংঘাত শুরু হওয়ার পর সে দেশের প্রায় ১ লাখ নাগরিক দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমিয়েছে। ৭ লাখের মতো নাগরিক বাস্তুচ্যুত হয়ে দেশের অভ্যন্তরেই এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন।

সব মিলিয়ে সুদান থেকে শুক্রবার পর্যন্ত দেশে পৌঁছেছেন ৫৭০ জন বাংলাদেশি। ঢাকায় বিমানবন্দরে নামার পর তাদের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া নিজ নিজ বাড়িতে ফিরে যেতে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে যাতায়াত ভাড়া দেওয়া হয়।

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশের ৫৫২ নাগরিক সৌদি আরবে যাচ্ছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার চারটি ফ্লাইটে জেদ্দায় পৌঁছাবে তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।