শিশুদের মায়ায় বাঁধা তিনি
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে বন্যা চলছে। চারদিকে শুধু পানি আর পানি। বাড়িঘরের শুধু চালাটা দেখা যায়। ত্রাণ দিতে ব্যস্ত সবাই। আর দলবল নিয়ে চিকিৎসা দিতে ছুটে গেলেন মাহমুদা আলম মিতু। ডুবন্ত এক বাড়ি থেকে উদ্ধার করলেন এক শিশুকে। বেশ নাজুক অবস্থা ছিল তার। মিতুর কোলে সেই শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরা