ফ্যাক্টচেক ডেস্ক
ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় মঞ্চ মাতিয়ে গিয়েছিলেন তিনি। কয়েক মাসের ব্যবধানে আবারও ঢাকা মাতিয়ে গেলেন এই পাকিস্তানি শিল্পী। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ নামের একটি কনসার্টে অংশ নেন আতিফ। এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে দেখা গেছে দাবিতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
‘জেন জি (Gen Z)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে রাত পৌনে ৮টা পর্যন্ত ১৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে, শেয়ার ও কমেন্ট পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। আবার কেউ কমেন্ট করেছেন ছাত্রলীগের এ নেতারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? আরেফিন হাসান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে লিখেছেন, ‘এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার সেলিব্রেটি ইমেজে! বাহ্ সেলুকাস সত্যিই বিচিত্র এই দেশ!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। ভিডিওটি গত ২০ এপ্রিল পোস্ট করা হয়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৮ এপ্রিল ঢাকার বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে ‘লেটস ভাইভ’র আয়োজিত কনসার্টে উপস্থিত ছিলেন আতিফ আসলাম। সে সময় তাঁর সঙ্গে ছবি তুলেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।
সংবাদমাধ্যম ছাড়াও ওই সময় বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও আতিফ আসলামের সঙ্গে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিটি পোস্ট করা হয়েছিল।
এ থেকে নিশ্চিত হওয়া যায়, আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভাইরাল ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, পুরোনো।
ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় মঞ্চ মাতিয়ে গিয়েছিলেন তিনি। কয়েক মাসের ব্যবধানে আবারও ঢাকা মাতিয়ে গেলেন এই পাকিস্তানি শিল্পী। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ নামের একটি কনসার্টে অংশ নেন আতিফ। এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে দেখা গেছে দাবিতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
‘জেন জি (Gen Z)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে রাত পৌনে ৮টা পর্যন্ত ১৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে, শেয়ার ও কমেন্ট পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। আবার কেউ কমেন্ট করেছেন ছাত্রলীগের এ নেতারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? আরেফিন হাসান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে লিখেছেন, ‘এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার সেলিব্রেটি ইমেজে! বাহ্ সেলুকাস সত্যিই বিচিত্র এই দেশ!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। ভিডিওটি গত ২০ এপ্রিল পোস্ট করা হয়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৮ এপ্রিল ঢাকার বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে ‘লেটস ভাইভ’র আয়োজিত কনসার্টে উপস্থিত ছিলেন আতিফ আসলাম। সে সময় তাঁর সঙ্গে ছবি তুলেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।
সংবাদমাধ্যম ছাড়াও ওই সময় বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও আতিফ আসলামের সঙ্গে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিটি পোস্ট করা হয়েছিল।
এ থেকে নিশ্চিত হওয়া যায়, আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভাইরাল ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, পুরোনো।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
২২ মিনিট আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে