ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর থেকেই আওয়ামী সমর্থক বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ থেকে ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকার নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে দাবি করা হয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনূস হটাও আন্দোলনে উত্তাল চট্টগ্রাম’। আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৮ হাজার বার এবং এতে রিয়েকশন পড়েছে প্রায় ১০ হাজার।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, যেই ঘটনায় ভিডিও ভিডিওটি ধারণ করা হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো দাবি তোলা হয়নি।
দাবির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তাতে দেখা যায়, গত ২৭ নভেম্বর ‘মুহাম্মদ আয়াস (Md Ayas)’ নামের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ইসকন-জঙ্গি, ইসকন-জঙ্গি, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই— এমন স্লোগানে মুখরিত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর টাইগারপাসের কয়েক কিলোমিটার এলাকা।’
একই ভিডিও আরও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। কোনো ভিডিওতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিতে কোনো স্লোগান বা মন্তব্য করতে শোনা যায়নি।
এসব ভিডিওর সূত্র ধরে আরও অনুসন্ধান চালিয়ে একইদিনে রাষ্ট্রায়ত্ত গণমাম্যম প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সমাবেশ করে। সেখান থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের তোলা হয়। উপস্থিত জনতা সেখানে ‘ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’— এই ধরনের নানা স্লোগান দেন।
এই বিষয়ে আজকের পত্রিকাসহ দেশের অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য মিলেছে।
সার্বিক অনুসন্ধানের ভাইরাল হওয়া ভিডিওটি ভিন্ন ঘটনার এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হয়নি— বিষয়টি প্রমাণিত হয়েছে। সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে সমাবেশের ভিডিও বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর থেকেই আওয়ামী সমর্থক বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ থেকে ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকার নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে দাবি করা হয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনূস হটাও আন্দোলনে উত্তাল চট্টগ্রাম’। আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৮ হাজার বার এবং এতে রিয়েকশন পড়েছে প্রায় ১০ হাজার।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, যেই ঘটনায় ভিডিও ভিডিওটি ধারণ করা হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো দাবি তোলা হয়নি।
দাবির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তাতে দেখা যায়, গত ২৭ নভেম্বর ‘মুহাম্মদ আয়াস (Md Ayas)’ নামের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ইসকন-জঙ্গি, ইসকন-জঙ্গি, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই— এমন স্লোগানে মুখরিত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর টাইগারপাসের কয়েক কিলোমিটার এলাকা।’
একই ভিডিও আরও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। কোনো ভিডিওতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিতে কোনো স্লোগান বা মন্তব্য করতে শোনা যায়নি।
এসব ভিডিওর সূত্র ধরে আরও অনুসন্ধান চালিয়ে একইদিনে রাষ্ট্রায়ত্ত গণমাম্যম প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সমাবেশ করে। সেখান থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের তোলা হয়। উপস্থিত জনতা সেখানে ‘ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’— এই ধরনের নানা স্লোগান দেন।
এই বিষয়ে আজকের পত্রিকাসহ দেশের অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য মিলেছে।
সার্বিক অনুসন্ধানের ভাইরাল হওয়া ভিডিওটি ভিন্ন ঘটনার এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হয়নি— বিষয়টি প্রমাণিত হয়েছে। সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে সমাবেশের ভিডিও বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৫ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে