তিমিদের জন্য কেন জাদুঘর নয়
যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। তবু নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যেতে হলো। এবার আমরা যাত্রা করেছিলাম ট্রেনে করে। মনে পড়ে গেল সেই কিশোরবেলার কথা, ট্রেনে করে যাওয়ার জন্য টিকিটে কনসেশন পাওয়ার কত রকমের চেষ্টা! তা–ও চট্টগ্রাম পর্যন্ত। এবারও সেই ট্রেনযাত্রা, তবে শুধু চট্টগ্রাম নয়, সরাসরি ক