Ajker Patrika

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, দুর্গন্ধে নাকাল পর্যটকেরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, দুর্গন্ধে নাকাল পর্যটকেরা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে অনেক মৃত জেলিফিশ। গত এক সপ্তাহ ধরে সৈকতের তিন নদীর মোহনাসহ বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিশের দেখা মিলছে। সাগরে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। মরা জেলিফিশের পচা দুর্গন্ধে নাকাল পর্যটকসহ স্থানীয়রা। তবে আগামী ১৫ দিনের মধ্যে সাগরে এ জেলিফিশের সংখ্যা কমে যেতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। 

বরিশাল থেকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক নাবিল আহমেদ বলেন, জেলিফিশগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো পরিষ্কার না করলে একদিকে পরিবেশ বিপর্যয় ঘটবে, অপরদিকে পর্যটকেরা ভোগান্তির শিকার হবে। 

বঙ্গোপসাগরে মাছ শিকারি পঞ্চাশোর্ধ্ব আলীপুরের জেলে মোতালেব মিয়া বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে সাগরে প্রচুর পরিমাণে জেলিফিশ বেড়েছে। জাল ফেললেও মাছের পরিবর্তে জেলিফিশ উঠে আসছে। এগুলোকে আমরা নোনা বলি। নোনা গায়ে লাগলে চুলকানিসহ বিভিন্ন রোগ হয়। তাই আমরা আপাতত মাছ ধরা বন্ধ রেখেছি।’ 

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু জানান, গত বছরও সৈকতে মৃত জেলিফিশ ভেসে এসেছিল। তবে এ বছরে পরিমাণ অনেক বেশি। এগুলো ভেসে এসে পচতে শুরু করেছে। তখন প্রচুর দুর্গন্ধ আসে। বর্তমানে সাগর পাড়ে জেলিফিশের দুর্গন্ধে নাকাল পর্যটক ও স্থানীয়রা। 

কুয়াকাটা সমুদ্র সৈকত ভেসে আসা মৃত জেলিফিশওয়ার্ল্ড ফিশ ইকোফিস অ্যাক্টিভিটি প্রকল্পের জীববৈচিত্র্য বিষয়ক জেলা গবেষক সাগরিকা স্মৃতি আজকের পত্রিকাকে বলেন, জেলিফিশ ভেসে আসার খবর পরিবেশের জন্য হুমকি স্বরূপ। কচ্ছপের প্রধান খাবার জেলিফিশ। সমুদ্রে কচ্ছপের পরিমাণ কমে যাওয়া অথবা সাগরের গভীরে অক্সিজেন হ্রাসের সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জেলিফিশের সংখ্যা বাড়তে পারে। এ ছাড়া সাগরে জেলিফিশ বাড়ার আরও অন্যান্য কারণও থাকতে পারে। 

তিনি আরও বলেন, অক্সিজেন বাড়লে এবং তাপমাত্রা কমলে হয়তো আগামী ১৫ দিনের মধ্যে জেলিফিশের পরিমাণ কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত