সংকটে রাজনীতি
সংকট আমাদের জীবনের চিরচেনা এক সত্য। কখনো সেটা হয় প্রাকৃতিক দুর্যোগ, কখনো অর্থনৈতিক মন্দা, আবার কখনো রাজনৈতিক অস্থিরতা। তবে যেকোনো সংকটের সময় পরীক্ষার সম্মুখীন হতে হয় মানুষ ও সমাজকে। আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাই, কীভাবে একে মোকাবিলা করি—সেটাই বলে দেয় আমরা কতটা মানবিক, কতটা সচেতন আর কতটা দায়িত্বশীল।