দাম বেড়েছে সব ফলের, বিক্রি নেমেছে অর্ধেকে
নতুন করে শুল্ক বাড়ানোর কারণে আবার অস্থির হয়ে উঠেছে ফলের বাজার। গত পাঁচ দিনে আপেল, কমলা, মাল্টা, আঙুরসহ প্রায় সব ধরনের বিদেশি ফলের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে কেজিপ্রতি ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে এসব ফলের বিক্রি প্রায় অর্ধেক কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।