অনলাইন ডেস্ক
পুরান ঢাকার প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে তখনকার প্রশস্ত বুড়িগঙ্গা। রূপলাল হাউসের ভেতরের আঙিনার ফুলে ভরা জারুলগাছ। আছে লাল দোতলা বাস। ‘কমলা রকেট’ নামের যাত্রীবাহী জাহাজ। শিল্পীর আঁকা এ রকম একগুচ্ছ ছবিতে উঠে এসেছে ঢাকার নানা ঐতিহ্য। রাজধানীর ভূমি গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পকর্মগুলো।
হারিয়ে যাওয়া আর হারাতে বসা ঢাকা নিয়েই শিল্পী আল-আখির সরকারের এই দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘শতবর্ষের ঢাকা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ভূমি গ্যালারিতে উদ্বোধন হলো ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর। যৌথভাবে শিল্পাঙ্গন আর ভূমি গ্যালারি আয়োজন করেছে এর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘দেখছি দর্শকেরা অনেকেই একটু নস্টালজিক (স্মৃতিভারাতুর) হয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল, একটু ভিন্নভাবে ঢাকাকে দেখা হয়েছে ছবিগুলোতে। শিল্পীরা অনেকভাবে ঢাকাকে এঁকেছেন। ঢাকার সঙ্গে শিল্পীদের যে মিথস্ক্রিয়া, সেটা আর্ট স্কুলের যুগ থেকেই ছিল। তবে কলকাতা নিয়ে যত রকম শিল্পকলা দেখি, ঢাকা নিয়ে তা দেখি না।... ঢাকাকে আমরা নষ্ট করে ফেলেছি, আখিরের ছবিতে সে বেদনাটা আছে।’
বিশেষ অতিথি স্থপতি মুস্তাফা খালিদ পলাশ বলেন, ‘আজকে যে ঢাকা দেখি, সেটা স্বার্থের ফসল। এটা বাজার অর্থনীতির ফল। আখিরের ছবিতে যেগুলো উঠে এসেছে, সেগুলো এখনো কতটুকু টিকে আছে, জানি না। এখন সবকিছু অর্থনৈতিক দিক দিয়ে হিসাব করা হয়, যেন শিল্প-সংস্কৃতির কোনো দরকার নেই।’
শিল্পী আল আখির সরকার বলেন, তিনি তরুণ বয়সে ঢাকায় বসবাস শুরু করেছিলেন। তখন থেকেই তাঁর মনের পটে তৈরি হয়েছে এ শহরের এক নিজস্ব, বিবর্তনশীল ছায়াচিত্র। শিল্পী বলেন, ‘আমাদের যে ইতিহাস, সেটা তরুণেরা জানুক। আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করুক।’
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পী আখির সরকার ঢাকা শহর নিয়ে তাঁর চিত্রসম্ভার উৎসর্গ করেছেন শিল্পাঙ্গনের স্রষ্টা ফয়েজ আহমদের প্রতি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান এবং ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিনসহ আরও উপস্থিত ছিলেন দেশের নবীন-তরুণ চিত্রশিল্পী ও শিল্পপ্রেমীরা। ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
পুরান ঢাকার প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে তখনকার প্রশস্ত বুড়িগঙ্গা। রূপলাল হাউসের ভেতরের আঙিনার ফুলে ভরা জারুলগাছ। আছে লাল দোতলা বাস। ‘কমলা রকেট’ নামের যাত্রীবাহী জাহাজ। শিল্পীর আঁকা এ রকম একগুচ্ছ ছবিতে উঠে এসেছে ঢাকার নানা ঐতিহ্য। রাজধানীর ভূমি গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পকর্মগুলো।
হারিয়ে যাওয়া আর হারাতে বসা ঢাকা নিয়েই শিল্পী আল-আখির সরকারের এই দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘শতবর্ষের ঢাকা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ভূমি গ্যালারিতে উদ্বোধন হলো ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর। যৌথভাবে শিল্পাঙ্গন আর ভূমি গ্যালারি আয়োজন করেছে এর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘দেখছি দর্শকেরা অনেকেই একটু নস্টালজিক (স্মৃতিভারাতুর) হয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল, একটু ভিন্নভাবে ঢাকাকে দেখা হয়েছে ছবিগুলোতে। শিল্পীরা অনেকভাবে ঢাকাকে এঁকেছেন। ঢাকার সঙ্গে শিল্পীদের যে মিথস্ক্রিয়া, সেটা আর্ট স্কুলের যুগ থেকেই ছিল। তবে কলকাতা নিয়ে যত রকম শিল্পকলা দেখি, ঢাকা নিয়ে তা দেখি না।... ঢাকাকে আমরা নষ্ট করে ফেলেছি, আখিরের ছবিতে সে বেদনাটা আছে।’
বিশেষ অতিথি স্থপতি মুস্তাফা খালিদ পলাশ বলেন, ‘আজকে যে ঢাকা দেখি, সেটা স্বার্থের ফসল। এটা বাজার অর্থনীতির ফল। আখিরের ছবিতে যেগুলো উঠে এসেছে, সেগুলো এখনো কতটুকু টিকে আছে, জানি না। এখন সবকিছু অর্থনৈতিক দিক দিয়ে হিসাব করা হয়, যেন শিল্প-সংস্কৃতির কোনো দরকার নেই।’
শিল্পী আল আখির সরকার বলেন, তিনি তরুণ বয়সে ঢাকায় বসবাস শুরু করেছিলেন। তখন থেকেই তাঁর মনের পটে তৈরি হয়েছে এ শহরের এক নিজস্ব, বিবর্তনশীল ছায়াচিত্র। শিল্পী বলেন, ‘আমাদের যে ইতিহাস, সেটা তরুণেরা জানুক। আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করুক।’
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পী আখির সরকার ঢাকা শহর নিয়ে তাঁর চিত্রসম্ভার উৎসর্গ করেছেন শিল্পাঙ্গনের স্রষ্টা ফয়েজ আহমদের প্রতি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান এবং ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিনসহ আরও উপস্থিত ছিলেন দেশের নবীন-তরুণ চিত্রশিল্পী ও শিল্পপ্রেমীরা। ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৭ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৭ মিনিট আগে