বগুড়ার শেরপুরে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ২৩৩ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৪), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বীরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নাঈম হাসান (২০)।