Ajker Patrika

শেরপুর জেলা কারাগারে চারটি টেলিভিশন প্রদান

শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা কারাগারে চারটি টেলিভিশন প্রদান

শেরপুর জেলা কারাগারে কয়েদি ও হাজতিদের বিনোদনের জন্য চারটি টেলিভিশন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা কারাগার পরিদর্শনকালে এসব টেলিভিশন হস্তান্তর করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ। এ সময় তিনি কয়েদিদের খাবারের মান, রান্নাঘর পরিদর্শন ও জেলখানার সার্বিক ব্যবস্থাপনার খোঁজ-খবর নেন।

এ সময় ডিসি বলেন, জেলা কারাগারের পানির সরবরাহ সমস্যা সমাধানে ১২ হর্স পাওয়ারের একটি মোটরের জায়গায় প্রতিটি ডিপ টিউবওয়েলের সাথে একটি করে এক হর্স পাওয়ারের মোটর বসিয়ে ভবনভিত্তিক পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে একটি মোটর নষ্ট হলে পুরো কারাগারে পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়বে না। এ ছাড়া কারাগারের রান্নাঘরের অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় সেটি নতুন করে তৈরীর জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। হাজতিদের জন্য সার্কিট হাউজ থেকে প্রাপ্ত চারটি টিভিও দেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় ডিসির সাথে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ, কারাগারের সুপার আবুল কালাম আজাদ, জেলার মো. তরিকুল ইসলামসহ কারারক্ষীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এর আগে জেলা কারাগারের সাতটি ওয়ার্ডে সাতটি টেলিভিশন ছিল। এর মধ্যে কয়েকটি নষ্ট হয়ে যাওয়ায় কারাগারের চাহিদার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি টেলিভিশন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত